Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

কর্নাটক ডেপুটি স্পিকারের আত্মহত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

একটি সুইসাইড নোটসহ রেললাইনের পাশে মিললো ভারতের কর্নাটকের বিধান পরিষদের ডেপুটি স্পিকার এস এল ধর্মেগৌড়ার লাশ। পুলিশের ধারণা তিনি আত্মহত্যা করেছেন। ৬৪ বছর বয়সি জেডিএস নেতা ধর্মেগৌড়া কিছু দিন আগেই সংবাদ শিরোনামে হয়েছিলেন। তাকে ঘিরে কর্নাটক বিধান পরিষদে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বিজেপি সদস্যদের চাপে বিধান পরিষদের চেয়ারম্যানের আসনে বসে পড়েছিলেন তিনি। পরে সেই চেয়ার থেকে তোলার জন্য অধিবেশনের মধ্যেই তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান কংগ্রেসের সদস্যরা। এমনকি, ওই আসনে চেয়ারম্যানকে বসানোর জন্য ধর্মেগৌড়াকে হাত ধরে টেনে নামিয়ে দেওয়া হয়। সেই ঘটনার পরে বিধান পরিষদের অধিবেশন অনির্দিষ্ট কালের জন্য মুলতুবি করা হয়েছিল। ধর্মেগৌড়ার পরিবার স‚ত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সাতটায় নিজের গাড়িতে করে বাড়ির বাইরে যান ডেপুটি স্পিকার। এ দিন তার গতিবিধি সম্পর্কে নিরাপত্তারক্ষীদের অবহিত করেননি। ড্রাইভার ছাড়া তার সঙ্গে কেউ ছিলেন না। একটি জায়গায় পৌঁছে ড্রাইভারকেও তিনি গাড়ি নিয়ে বাড়ি ফিরে যেতে বলেন। জানান, তিনি নিজেই বাড়ি ফিরবেন কিছুক্ষণের মধ্যে। পরবর্তীতে রাত দশটা বেজে গেলেও ধর্মেগৌড়া বাড়ি ফিরে না আসলে শুরু হয় খোঁজাখুঁজি। শেষ পর্যন্ত রাত দুইটার দিকে গুণাসাগর এলাকার রেললাইনের পাশ থেকে উদ্ধার হয় তার প্রাণহীন দেহ। স্থানীয়রা জানিয়েছেন, এলাকার কয়েকজনের থেকে ট্রেন চলাচলের সময় নিয়ে খোঁজখবর নিয়েছিলেন ধর্মেগৌড়া। পুলিশের অনুমান, এর পরেই ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ডেপুটি স্পিকার। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেপুটি-স্পিকার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ