বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সাঁওতালপাড়ায় পোষ মেনেছে বনের সজারু। পাড়ার লোকজনের সঙ্গে দারুণ সখ্যতা হয়েছে বনের সজারু। বিস্ময়কর হলেও লোকালয়ে মনের মতো ঘুরে বেড়াচ্ছে সজারুটি। সজারুটি দেখতে অনেকে ভিড় করছেন সাঁওতালপাড়ায়।
বুধবার সরেজমিন গিয়ে দেখা যায়, পাহাড়ে অনেকে খাবার হিসেবে সজারু শিকার করলেও পানছড়ির সাঁওতালপাড়ায় সজারুটি মানুষের ভালোবাসায় বড় হচ্ছে। পাহাড়ি এলাকায় বিভিন্ন সম্প্রদায়ের মাঝে ভিন্ন নামে পরিচিত। চাকমা সম্প্রদায়ে খুদুক, মারমায় প্রু, ত্রিপুরায় মাসুংদুই ও সাঁওতাল সম্প্রদায়ে ঝিনক নামেই পরিচিত।
সামাই সাঁওতালের বাড়িতে দৌড়ে বেড়াচ্ছে সজারু ছানাটি। তার চলার পথে কেউ বাধা দিলেই পুরো গা জুড়ে মেলে দেয় শতাধিক কাটা।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সাঁওতালপাড়ায় পোষ মেনেছে বনের সজারু। পাড়ার লোকজনের সঙ্গে দারুণ সখ্যতা হয়েছে বনের সজারু। বিস্ময়কর হলেও লোকালয়ে মনের মতো ঘুরে বেড়াচ্ছে সজারুটি। সজারুটি দেখতে অনেকে ভিড় করছেন সাঁওতালপাড়ায়।
বুধবার সরেজমিন গিয়ে দেখা যায়, পাহাড়ে অনেকে খাবার হিসেবে সজারু শিকার করলেও পানছড়ির সাঁওতালপাড়ায় সজারুটি মানুষের ভালোবাসায় বড় হচ্ছে। পাহাড়ি এলাকায় বিভিন্ন সম্প্রদায়ের মাঝে ভিন্ন নামে পরিচিত। চাকমা সম্প্রদায়ে খুদুক, মারমায় প্রু, ত্রিপুরায় মাসুংদুই ও সাঁওতাল সম্প্রদায়ে ঝিনক নামেই পরিচিত।
সামাই সাঁওতালের বাড়িতে দৌড়ে বেড়াচ্ছে সজারু ছানাটি। তার চলার পথে কেউ বাধা দিলেই পুরো গা জুড়ে মেলে দেয় শতাধিক কাটা।
সামাই সাঁওতালের স্ত্রী জবা বলেন, মাস তিনেক আগে জঙ্গলে তরকারি খুঁজতে গিয়ে সজারুর ছানাটিকে পানিতে পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসি। সেই ছোট্ট প্রাণীটি আজ অনেক বড়ো হয়েছে। ঘরের এক কোনে বিছিয়ে দেয়া খড়ে মন চাইলে ঘুমায়। বর্তমানে প্রাণীটি আমাদের পরিবারের সদস্যের মতো। সবাই তাকে আদর করে। গায়ে হাত বুলিয়ে দিলে মনের আনন্দে ঘুমায়।
খাগড়াছড়ি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নুরুল আফসার বলেন, সজারু পোষ মানার বিষয়টি আশ্চর্যজনক। এ প্রাণী তো লোকালয়ে পোষ মানার কথা না। এরা সাধারণত পাহাড়ের গর্তে থাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।