Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

নির্দয় প্রহর ও কাঁটা তুলে বিলুপ্তপ্রায় সজারু হত্যার চেষ্টা!

প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সৌমিত্র চক্রবর্তী, সীতাকু- থেকে : সীতাকু-ের জঙ্গল ছলিমপুরে খাদ্যের সন্ধানে এসে কতিপয় দুষ্কৃতকারীর নির্মম প্রহারে প্রাণ হারাতে বসেছে বিলুপ্তপ্রায় প্রজাতির একটি সজারু। সজারুটিকে বেঁধে রেখে পিটিয়ে কাঁটা তুলে নেয়ায় প্রাণীটি গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সংঘটিত এ ঘটনার পর বিকালে দুই রিকশা চালক সজারুটিকে উদ্ধার করে চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠিয়ে দিলে কর্তৃপক্ষ সজারুটিকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। জানা যায়, গতকাল দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার জঙ্গল ছলিমপুর পাহাড়ের বড়ইতলী এলাকায় একটি বিলুপ্তপ্রায় সজারু খাদ্যের সন্ধানে চলে আসলে স্থানীয় কতিপয় যুবক সজারুটিকে গলায় রশি দিয়ে বেঁধে রেখে ব্যাপক নির্যাতন শুরু করে। এসময় তাদের সাথে যোগ দেয় বিভিন্ন বয়সী আরো কিছু মানুষ। তারা সবাই মিলে অসহায় বণ্য প্রাণীটিকে মারধরের পর গায়ের দুই-তৃতীয়াংশ কাঁটাই উপড়ে ফেলে। এতে প্রাণীটি গুরুতর অসুস্থ ও দুর্বল হয়ে পড়ে। এসময় স্থানীয় এক সচেতন ব্যক্তি ঘটনাস্থলে এসে উপস্থিত হলে তিনি বন্যপ্রাণী হত্যা না করার পরামর্শ দিয়ে সজারুটি চিড়িয়াখানায় পাঠিয়ে দিতে বলেন। পরামর্শ অনুযায়ী এলাকার দুই রিকশাচালক সজারুটিকে চট্টগ্রামের ফয়েজলেক চিড়িয়াখানায় নিয়ে গিয়ে কর্তৃপক্ষের কাছে জমা দেন। সেখানে সজারুটি পেয়ে দ্রুত চিকিৎসা ও সেবা দিতে শুরু করেন চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর মঞ্জুর মোর্শেদসহ অন্যরা। তবে সজারুটির অবস্থা সংকটাপন্ন বলে মনে করছেন তারা। এ বিষয়ে চিড়িয়াখানার কিউরেটর মঞ্জুর মোর্শেদ সাংবাদিকদের বলেন, দুষ্কৃতকারীরা গলায় রশি দিয়ে বেঁধে ও নির্যাতন করে শরীর থেকে অধিকাংশ কাঁটা তুলে নেয়। এতে অনেক রক্ত ক্ষরণ হওয়ায় সজারুটির অবস্থা সঙ্কটাপন্ন হয়ে পড়েছে। তবে এটি বাঁচিয়ে তুলতে তারা আপ্রাণ চেষ্টা করছেন। কিউরেটর মঞ্জুর মোর্শেদ আরো বলেন, সীতাকু-ের পাহাড়ে এখনো সজারুর অস্তিত্ব পাওয়া যায়। এখানে মাঝে মধ্যেই সজারু ধরা পড়ে। চট্টগ্রাম চিড়িয়াখানায় যে ৫টি সজারু আছে সবগুলোই সীতাকু- থেকে পাওয়া। সীতাকু-ের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করে এগুলো চিড়িয়াখানায় রাখা হয়েছে। এবারের সজারুটিসহ মোট ৬টি সজারু উদ্ধার হয়েছে সীতাকু- থেকে। সজারুসহ অন্য কোনো বন্যপ্রাণী খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসলে এগুলোর উপর অত্যাচার না করে এগুলোকে যতœ নেয়ার পরামর্শ দেন তিনি।





 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্দয় প্রহর ও কাঁটা তুলে বিলুপ্তপ্রায় সজারু হত্যার চেষ্টা!
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ