Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রক্তমূল্যে সিসির সমঝোতার প্রস্তাব নাকচ মুসলিম ব্রাদারহুডের

প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মিসরে সিসি সরকারের হাতে নিহত কর্মীদের পরিবারকে রক্তমূল্য দিয়ে সমঝোতার প্রস্তাব নাকচ করে দিয়েছে মুসলিম ব্রাদারহুড। সংগঠনটির মুখপাত্র তালাত ফাহমি একটি টিভি চ্যানেলকে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে সরকারপন্থি এক ধর্মীয় নেতার দেয়া এই প্রস্তাবকে সরাসরি নাকচ করে দেয়ার বিষয়টি জানান। প্রসঙ্গত, শহিদের পরিবারের পক্ষে হত্যাকারীর কাছ থেকে অর্থ গ্রহণের বিনিময়ে তাকে মাফ করে দেয়ার বিধান রয়েছে ইসলামী আইনে। সে ক্ষেত্রে গৃহীত অর্থকে রক্তমূল্য বলা হয়। মিসরের ইতিহাসে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০১৩ সালে উৎখাতের পর স্বৈরশাসক সিসির বিরুদ্ধে গণ-আন্দোলনে নিহত হয়েছে কয়েক হাজার বেসামরিক লোক। আন্দোলন চলাকালে কায়রোর রাবা স্কয়ার ও নাহদা স্কয়ারে আইশৃঙ্খলা বাহিনীর হাতে নিহত লোকদের পরিবারকে রক্তমূল্য পরিশোধ সাপেক্ষে সিসি সরকারের সাথে সমঝোতা করতে সম্প্রতি মুসলিম ব্রাদারহুডকে পরামর্শ দিয়েছেন সিসি সরকারের সমর্থক ধর্মীয় নেতা মোহম্মদ হাসান। এর প্রতিক্রিয়ায় গত মঙ্গলবার ওয়াতান নামক একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ব্রাদারহুডের মুখপাত্র তালাত ফাহমি বলেন, যাদের আমরা ধর্মের রক্ষক ভেবেছিলাম তারা নিরস্ত্র বেসামরিক লোকদের ওপর গণহত্যার সময় চুপ করেছিলেন, কখনই সিসি সরকার ও তার বাহিনীর নৃশংসতার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেননি। তারা এখন রক্তমূল্য পরিশোধের বিনিময়ে জ্বলে ওঠা আগুনকে নিভিয়ে দিতে চাইছেন। ইখওয়ান ওয়েব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রক্তমূল্যে সিসির সমঝোতার প্রস্তাব নাকচ মুসলিম ব্রাদারহুডের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ