Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়ললিতার ফের জেল

প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তামিলনাড়–র মুখ্যমন্ত্রী জয়ললিতাকে মানহানি মামলায় জেলে পাঠালো ভারতের সর্বোচ্চ আদালত। আদালত তার রায়ে বলে পাবলিক ফিগার, সমালোচনা মোকাবেলা করুন। আদালতের বেঞ্চ শুনানিকালে বলে, তামিলনাড়– সরকারের মতো রাষ্ট্রযন্ত্রের অপব্যাবহার কোন রাজ্য সরকার করেনি, তাই আদালত এ ব্যাপারে সন্তুষ্ট নয়। মানহানির এসব মামলায় জয়ললিতার আইনজীবী তার স্বাস্থ্যগত অবস্থার কথা আদালতকে অবহিত করলে সর্বোচ্চ আদালত জানায়, মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যগত কারণে মানহানির এই মামলা স্থগিত থাকতে পারে না। গত কয়েক মাসের মধ্যে দ্বিতীয়বার ভারতের সুপ্রিমকোর্ট মানহানি মামলায় জয়ললিতাকে ফের জেলে পাঠালো। গত মাসে বিচারপতি দিপক মিশ্র ও রহিনতন ফালিমানের বেঞ্চ বলে, সরকারের বিরুদ্ধে এ ধরনের মামলা একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে, তবে এ মামলার আরেকটি সুফল হচ্ছে মুক্ত মতামতের প্রতিফলন ঘটবে এবং সমালোচনা সহ্যের ক্ষমতা বাড়বে। মানহানির এ মামলাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে গণ্য করা ঠিক হবে না বলেও ওই দুই বিচারকের বেঞ্চ মন্তব্য করে। ইন্ডিয়া টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জয়ললিতার ফের জেল

২৫ আগস্ট, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ