মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় প্রতিবন্ধকতার অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, বিশেষ করে প্রতিরক্ষা বিভাগ এবং অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট (ওএমবি) বিভাগে রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের পক্ষ থেকে সুষ্ঠুভাবে হস্তান্তর প্রক্রিয়ায় সহায়তা পাওয়া যাচ্ছে না। সোমবার ডেলাওয়ারে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টাদের সঙ্গে বৈঠক শেষে দেওয়া ভাষণে এমন অভিযোগ করেন বাইডেন। তিনি বলেন ‘আমার ট্রানজিশন টিমের বিদায়ী প্রশাসনের কাছ থেকে যুক্তরাষ্ট্রের বর্তমান সামরিক অবস্থান এবং শত্রæদের নিবৃত্ত করার যে পরিকল্পনা তার একটি পরিষ্কার চিত্র জানা দরকার।’ প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দেশটির জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলো বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে। তিনি আরো বলেছেন, তিনি ও তার ক্ষমতা হস্তান্তর টিমের সদস্যরা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলোর কাছ থেকে প্রয়োজনীয় তথ্য হাতে পাননি। জো বাইডেন তার জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টাদের সঙ্গে এক বৈঠকের পর এসব অভিযোগ করেছেন। আমেরিকার এই বর্ষীয়ান রাজনীতিবিদ আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন বলে কথা রয়েছে; যদিও ডোনাল্ড ট্রাম্প এখনো গত ৩ নভেম্বরের নির্বাচনের ফলাফল ও পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষিত হওয়ার পর তিন সপ্তাহ পর্যন্ত ট্রাম্প প্রশাসন বাইডেনকে দেশের নিরাপত্তা সংক্রান্ত স্পর্শকাতর তথ্য জানাতে অপারগতা প্রকাশ করে আসছিল। জো বাইডেন তার সোমবারের বক্তব্যে আরো বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং প্রশাসনের কাজকর্মের দায়িত্ব গ্রহণের জন্য তিনি যাদেরকে নিয়োগ দিয়েছিলেন তাদের কাজে ব্যাপকভাবে বাধা সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন, “আমি এখনো সরকারের কাছ থেকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপ‚র্ণ তথ্য হাতে পাইনি। এটিকে আমি দায়িত্বজ্ঞানহীনতা ছাড়া আর কিছু বলতে পারি না।” ট্রাম্প গত ৩ নভেম্বরের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর তার প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত করেন। নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিশ্বব্যাপী মোতায়েন মার্কিন সেনাদের ব্যাপারে তিনি এখনো কোনো সঠিক চিত্র পাননি। এ বিষয়টিকে আমেরিকার শত্রুরা তাদের স্বার্থে কাজে লাগাতে পারে। বাইডেন বলেন, জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত বহু সংস্থা বড় ধরনের আঘাত পেয়েছে। এসব সংস্থার যোগ্য কর্মীদের ছাটাই করে এগুলোকে অন্তঃসারশ‚ন্য করে ফেলা হয়েছে। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৩ নভেম্বরের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কয়েকদিন পর তার প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত করেন। আমেরিকার বর্ণবাদবিরোধী আন্দোলন দমনে সেনা পাঠাতে বিরোধিতা করার কারণে এসপারকে সরিয়ে দেয়া হয় বলে অভিযোগ রয়েছে। ক্ষমতা হস্তান্তরের কয়েক সপ্তাহ আগে প্রতিরক্ষামন্ত্রীকে পরিবর্তন করে ট্রাম্প দেশে ব্যাপক গোলযোগ তৈরির পথ করে দিয়েছেন বলে সমালোচকরা মনে করছেন। ভিওএ, সিএনএন, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।