Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানের প্রশংসা করায় ভারতীয় নায়িকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের প্রশংসা করে বক্তব্য দেয়ায় ভারতীয় অভিনেত্রী ও রাজনীতিক রামার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। কন্নাদাহের এই অভিনেত্রীর আসল নাম দিবা স্প্যানডানা। তবে তিনি সিনে জগতে রামা নামেই বেশি পরিচিত। সম্প্রতি ৩৩ বছর বয়সী এ অভিনেত্রী সার্কের কর্মসূচিতে পাকিস্তান সফর করেছেন। পাকিস্তানে যাওয়া মানে নরকে যাওয়া ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকারের এ সংক্রান্ত এক বিবৃতিকে উদ্ধৃত করে রামা বলেন, পাকিস্তান কখনই নরক নয়। সেখানকার মানুষ আমাকে পছন্দ করে এবং খুব ভালো ব্যবহার করেছে। এ বক্তব্যের পর এক ক্ষুব্ধ আইনজীবী এ অভিনেত্রীর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী রাজনৈতিক কার্যক্রমের অভিযোগ এনেছেন এবং কর্নাটকের দক্ষিণের কোডাগোতে একটি রাষ্ট্রদ্রোহ মামলা দাখিল করেছেন। গত শনিবার এর ওপর আদালতে শুনানিও হয়েছে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তানের প্রশংসা করায় ভারতীয় নায়িকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ