Inqilab Logo

শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

রুসেফের অভিশংসন প্রক্রিয়া শুরু হচ্ছে

প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রাজিলের বরখাস্তকৃত প্রেসিডেন্ট দিলমা রুসেফকে ক্ষমতা ফিরে পেতে চূড়ান্ত লড়াইয়ের মুখোমুখি হতে হচ্ছে। প্রেসিডেন্ট পদ থেকে তাকে স্থায়ীভাবে সরানোর লক্ষ্যে সিনেটররা গত বৃহস্পতিবার তার বিরুদ্ধে অভিশংসন বিচার প্রক্রিয়া শুরু করেছেন। রুসেফ অভিশংসিত হলে ব্রাজিলে বামপন্থীদের ১৩ বছরের শাসনের অবসান ঘটবে। অভিশংসনের এই বিচার কয়েকদিন ধরে চলবে। এই সময়ে রুসেফকে (৬৮) আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হবে। তার বিরুদ্ধে সরকারি তহবিলের তথ্য বিকৃতির অভিযোগ রয়েছে। রুসেফ অভিশংসিত হওয়ার বিষয়টিকে তার প্রতিদ্বন্দ্বীদের অভ্যুত্থান হিসেবে বর্ণনা করেছেন। সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইকেল তেমের এই অভিশংসন প্রক্রিয়ার নেতৃত্ব দিচ্ছেন। এএফপি অনলাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রুসেফের অভিশংসন প্রক্রিয়া শুরু হচ্ছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ