Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ. থাইল্যান্ডে ফের বোমা বিস্ফোরণ, হতাহত ৩১

প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর পাত্তানির একটি হোটেলের কাছে জোড়া বোমা বিস্ফোরণে একজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে বোমা দুটির বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সপ্তাহ দেড়েক আগে দেশটির দক্ষিণাঞ্চলে ধারাবাহিক বোমা হামলা চালানো হয়েছিল, ওই হামলার রহস্য উদঘাটন হওয়ার আগেই ফের বোমা হামলার ঘটনা ঘটল। গতকাল বুধবার এক পুলিশ কর্মকর্তা উয়িনাইয়ু তিয়ামরাজ বার্তা সংস্থাকে জানান, সাউদার্ন হোটেলের পেছনের পার্কিং লটে প্রথম বিস্ফোরণটি ঘটে, তবে এতে কেউ আঘাতপ্রাপ্ত পাননি। খবরে বলা হয়, হোটেলের প্রবেশপথে, একটি ক্যারিওকি বার ও একটি ম্যাসাজ পার্লারের উল্টোদিকে, পার্ক করে রাখা একটি ট্রাক থেকে দ্বিতীয় বোমাটির বিস্ফোরণ ঘটে; এতে একজন নিহত ও ৩০ জন আহত হন বলেন জানান তিনি। হতাহতরা সবাই থাই নাগরিক বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, দেড় সপ্তাহ আগে দেশটির দক্ষিণাঞ্চলের তিনটি সবচেয়ে জনপ্রিয় অবকাশ কেন্দ্র ও একটি টাউনে ধারাবাহিক বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে চারজন নিহত ও বহু আহত হন। কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে কিছু নিরাপত্তা বিশেষজ্ঞ উল্লেখ করেছেন, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সক্রিয় বিদ্রোহী গোষ্ঠীগুলোর এধরনের বোমা হামলা চালানোর রেকর্ড আছে। ২০০৪ সাল থেকে দক্ষিণাঞ্চলের ইয়ালা, পাত্তানি এবং নারাথিওয়াট প্রদেশে বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর লড়াই চলছে। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ. থাইল্যান্ডে ফের বোমা বিস্ফোরণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ