Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ন্যাটোর প্রতি অঙ্গীকার রক্ষা করবে যুক্তরাষ্ট্র

প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ট্রাম্পের ন্যাটোবিরোধী মন্তব্য প্রত্যাখ্যান করলেন ভাইস প্রেসিডেন্ট বাইডেন
ইনকিলাব ডেস্ক : আসন্ন মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ন্যাটোবিরোধী মন্তব্য প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সামরিক জোট ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের যে অঙ্গীকার রয়েছে তা রক্ষা করা হবে। তিনি বলেন, লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া এই তিন বালটিক দেশ ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর আবারও স্বাধীনতা লাভ করে। তাছাড়া এই দেশগুলো রাশিয়ার সামরিক হুমকির মধ্যে রয়েছে বলে মনে করা হয়। ন্যাটো জোটে থাকা এই তিন বালটিক দেশের প্রসঙ্গ ধরে সম্প্রতি দ্য নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে তীব্র বিষোদগার করেন ট্রাম্প। তিনি মন্তব্য করেন, নভেম্বরে তিনি প্রেসিডেন্ট হলে এই দেশগুলো রুশ হামলার শিকার হলেও কোনো ভূমিকা নেবে না যুক্তরাষ্ট্র। ন্যাটো যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতি করছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের অনেক ন্যাটো সদস্য আছেন যারা ঠিকভাবে বিল দিচ্ছেন না। আমরা তো বিলের কথা ভুলে যেতে পারি না। বিল না দেয়ার পাশাপাশি তারা নিজেদের কাজটুকুও করছে না, দায়িত্ব পালন করছে না। ট্রাম্পের মতে, ন্যাটোর সঙ্গে মার্কিন সম্পর্ক শর্তযুক্ত হওয়া উচিত। তিনি বলেন, মিত্র দেশগুলো যদি অর্থনৈতিক দায়িত্ব পালন করে, তবেই কেবল মার্কিন সেনাবাহিনীর তাদের পাশে থাকা উচিত। অন্যথায় নয়। ট্রাম্পের এই অবস্থান প্রত্যাখ্যান করেন জো বাইডেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ন্যাটোর প্রতি অঙ্গীকার রক্ষা করবে যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ