বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়ায় চরমপন্থী সংগঠন গনমুক্তি ফৌজের প্রধান আমিনুল ইসলাম মুকুলের সহযোগী শীর্ষ সন্ত্রাসী রাশিদুল ইসলাম (৪৫)কে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র্যাব-১২ কুষ্টিয়া। রবিবার রাত ৯টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় র্যাব তার কাছ থেকে ১টি বন্দুক, ১টি পিস্তল, ১৭ রাউন্ড গুলি, ৪টি ধারালো হাসুয়া ও বেশকিছু ঢাল সরকি উদ্ধার করে। রাশিদুল কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত তোরাব আলীর ছেলে।
র্যাব-১২ কুষ্টিয়ার কোম্পানী কমান্ডার মেজর গাফ্ফারুজ্জামান জানান, রাশিদুল ইসলাম শীর্ষ চরমপন্থী সংগঠন গনমুক্তি ফৌজের প্রধান আমিনুল ইসলাম মুকুলের সহযোগী হিসেবে সন্ত্রাসী কর্মকান্ড করতে করতে সে নিজের নামেই রাশিদুল বাহিনী গঠন করে এলাকায় হত্যা, গুম, চাঁদাবাজি, অপহরনসহ বিভিন অপকর্ম করে আসছিলো। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ ৫টি মামলা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।