Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

পাক নিরাপত্তা বাহিনীর ওপর হামলা, ৭ সেনা নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২০, ১০:৩৫ এএম

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হারনাই জেলার ফ্রন্টিয়ার করপসের পোস্টে পাক সেনাদের ওপর বন্দুকধারীদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে দেশটির অন্তত সাত সেনা নিহত হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এই খবর নিশ্চিত করা হয়েছে।
গতকাল রোববার (২৭ ডিসেম্বর) পাক আন্ত:বাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, বন্দুকধারীদের সঙ্গে গুলি বিনিময় হয়েছে সেনাবাহিনীর।
সিনিয়র পুলিশ কর্মকর্তা শাউলি তারিন নিহতের সংখ্যা আটজন উল্লেখ করে জানান, বন্দুকধারীদের গুলিবর্ষণের পর গুলিবিনিময়ে নিহতদের মধ্যে আধাসামরিক বাহিনীর ছয় সদস্য এবং দুজন বেসরকারি দেহরক্ষী আছেন।
গুলিবর্ষণে আরও ছয় সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে। আলজাজিরা, ডন, রয়টার্স



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ