Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলে গেলেন প্রবীণ ক্রীড়া সাংবাদিক তমাল চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

প্রবীণ ক্রীড়া সাংবাদিক বিএসজে চট্টগ্রাম শাখার ভাইস প্রেসিডেন্ট তমাল চৌধুরী (৭২) শনিবার রাত ৩টায় চমেক হাসপাতালে মারা গেছেন। তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল নগরীর অভয়মিত্র মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে তার লাশ চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

এদিকে প্রবীণ সাংবাদিক তমাল চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাব এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে এক শোক বিবৃতি প্রেরণ করা হয়েছে। শোকবার্তায় প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। তমাল চৌধুরী ১৯৭৪ সালে সাংবাদিকতা পেশা শুরু করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তমাল-চৌধুরী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ