Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোদির ‘গণতন্ত্র’ দাবিকে প্রত্যাখ্যান পাকিস্তানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

সম্প্রতি জম্মু কাশ্মীরে অনুষ্ঠিত ‘ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিল’ নির্বাচনকে গণতন্ত্রের উদাহরণ হিসেবে আখ্যায়িত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এমন দাবিকে ‘উদ্ভট এবং ভ্রান্ত’ দাবি করে দৃঢ়তার সঙ্গে তা প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। এ খবর দিয়েছে পাকিস্তান থেকে প্রকাশিত অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। এতে বলা হয়, ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরকে পাকিস্তানিরা নতুন করে নাম দিয়েছে ‘ইন্ডিয়ান ইলিগ্যালি অকুপাইড জম্মু এন্ড কাশ্মীর’ (আইআইওজেকে)। অর্থাৎ ভারতের অবৈধ দখলীকৃত জম্মু ও কাশ্মীর। সম্প্রতি সেখানে ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনের প্রশংসা করে একে গণতন্ত্রের একটি উদাহরণ হিসেবে আখ্যায়িত করেন নরেন্দ্র মোদি। কিন্তু পাকিস্তানিরা ওই নির্বাচনকে বিতর্কিত বলে আখ্যায়িত করেছে। এখানে উল্লেখ্য যে, ভারতের বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী সম্প্রতি একটি বিবৃতি দিয়েছেন। তাতে তিনি বলেছেন, ভারতে কোনো গণতন্ত্র নেই। এ ছাড়া প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে বা যারাই অবস্থান নেন তাদেরকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা হয়। রাহুল গান্ধীর এমন আক্রমণের জবাবে নরেন্দ্র মোদি ওই মন্তব্য করেন। জবাবে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, আরএসএস-বিজেপি ব্রান্ডের গণতন্ত্রের একটিই অর্থ। তাহলো কাশ্মীরিদের কণ্ঠ ও ইচ্ছাশক্তিকে ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রের, বেয়নেটের অধীনে রেখে স্তব্ধ করা। এতে আরো বলা হয়, আরএসএস-বিজেপি শাসকগোষ্ঠী আইআইওজেকে’তে নতুন যে অধ্যায় শুরু করেছে, তা ২০১৯ সালের ৫ই আগস্ট থেকে সেনাবাহিনীর নৃশংসতার একটি অধ্যায় হয়ে থাকবে। তারা দখলীয়কৃত ভূখন্ডে ভয়াবহভাবে মানবাধিকার লঙ্ঘন করছে। কাশ্মীরি জনগণ এতে অবর্ণনীয় দুর্ভোগের শিকারে পরিণত হচ্ছেন। এতে আরো বলা হয়, ভারতের মিথ্যে প্রচারণা কাশ্মীরি জনগণের সঙ্গে প্রতারণার ইতি ঘটাবে না। একই সঙ্গে তা আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করতে পারবে না। বিবৃতিতে আরো বলা হয়, কাশ্মীরি জনগণের মূল ইস্যু থেকে ভারতীয়রা দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে পারবে না। এতে বলা হয়, বিভক্তি সৃষ্টির চেষ্টা বাদ দিয়ে নয়া দিল্লির উচিত অবৈধ দখলদারিত্বের অবসান ঘটানো এবং কাশ্মীরিদের তাদের স্ব-অধিকার চর্চা করতে সুযোগ দেয়া, যেটা বলা আছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজ্যুলুশনে। এক্সপ্রেস ট্রিবিউন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ