Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজয় দিবস হকির চ্যাম্পিয়ন নৌবাহিনী

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২০, ৭:৫৯ পিএম

মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওয়ালটন বিজয় দিবস হকি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। রোববার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে মো: মাহবুব হোসেনের হ্যটট্রিকের সুবাদে নৌবাহিনী ৫-০ গোলে বিমান বাহিনীকে হারিয়ে শিরোপা জিতে নেয়। বিজয়ীদের পক্ষে মাহবুব তিনটি এবং আশরাফুল ইসলাম ও মো. মাইনুল ইসলাম একটি করে গোল করেন।
চ্যাম্পিয়ন নৌবাহিনী’কে ট্রফি ও ৩০ হাজার টাকা প্রাইজমানি এবং রানার্সআপ বিমান বাহিনীকে ট্রফির সঙ্গে দেয়া হয় ২০ হাজার টাকা প্রাইজমানি। ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, পৃষ্ঠপোষক ওয়ালটনের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন সহ বাহফের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হকি

২ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ