নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
নিউজিল্যান্ড সফর শেষ শাদাব খানের। খেলতে পারবেন না ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজেও। ৬ সপ্তাহের জন্য ছিটকে পড়েছেন এই লেগ স্পিন অলরাউন্ডার। গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিবৃতিতে জানানো হয়েছে, এমআরআই স্ক্যানে ঊরুতে চোট ধরা পড়েছে শাদাবের। বোর্ডের চিকিৎসকরা তাকে দেড় মাসের মতো বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
এই চোটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টেও খেলতে পারেননি শাদাব। তবে এখনই তাকে দেশে পাঠিয়ে দিচ্ছে না পাকিস্তান। দলের সঙ্গে নিউজিল্যান্ডেই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন তিনি। ক্রাইস্টচার্চে ৩ জানুয়ারি শুরু হবে পাকিস্তান-নিউজিল্যান্ডের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তান। আগামী ২৬ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সিরিজটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।