Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

৫১ বার ভূমিকম্প, বড় ক্ষতির হুমকিতে দিল্লি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

এ বছর করোনার গ্রাসে ছিল গোটা দুনিয়া। এরমধ্যেই এ বছর দিল্লিতে মোট ৫১ বার ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পগুলিতে বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এটা এক বড় ক্ষতির ইঙ্গিতবাহী। আইআইটি ধানবাদের সিসমোলজি বিভাগের প্রধান পিকে খানের মতে, এই ভূমিকম্পগুলি বড় ধ্বংসের লক্ষণ। এর ফলে একটি বড় ভূমিকম্প হতে পারে। গত বছর দিল্লি এনসিআরে ৪ থেকে ৪.৯ মাপের ৬৪ টি ভূমিকম্প হয়েছে। এখানে স্ট্রেন এনার্জি বৃদ্ধি পাচ্ছে। ৫-র ঊর্ধ্বে ৮ বার কম্পন হয়েছে। ইন্সটিটিউট অব হিমালয়ান জিওলজি, দেরাদুন-এর নির্দেশক ডক্টর কে সেন বলেন, ইন্ডিয়ান অ্যাটলাসের আন্তরিক বিভাগে দিল্লি-এনসিআর-এর রয়েছে ভূমিকম্পের লম্বা ইতিহাস। তবে এর তীব্রতা কতটা তা অনুমান করা যাচ্ছে না। তবুও এই ঝটকা বড় ভূমিকম্পের কারণ হয়ে উঠতে পারে। দিল্লির এই অবস্থার তিনটি কারণ হতে পারে: ১. এই ঘটনা হবে কিন্তু বড় কোনও ক্ষতি হবে না। ২. এই ছোট ছোট ঝটকাগুলোর শেষে বড় ভূমিকম্প আসবে। কিন্তু সাধারণত পাঁচ থেকে সাতটি ঝাটকার পর এটা বয়ে যায়। ৩. দিল্লির এই ছোট ঝাটকাগুলো অন্য কোনও জায়গার জন্য হতে পারে বড় ক্ষয়ক্ষতির ইঙ্গিত। দিল্লির অবস্থান সিসমিক জোন ৪ এ রয়েছে। যার জন্য ভূমিকম্পের ভয় থেকেই যায়। আবার দিল্লির ৩০ শতাংশ জোন রয়েছে ৫ এ-র আওতায়। দিল্লিকে বড় বিপদ থেকে বাঁচাতে স্থানীয় অথরিটিকে এগিয়ে আসতে হবে। প্রতিটা বিল্ডিং তৈরির সময় এদিকে নজর রাখতে হবে। সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ এলাকা হিমালয়ান এলাকা থেকে দিল্লি মাত্র ২০০ কিলোমিটার দূরে রয়েছে। নিউজ১৮।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হুমকিতে-দিল্লি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ