Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হলি ফ্যামিলি হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট উদ্বোধন

রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দফতরে দুটি নতুন অফিস ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২০, ৫:৩৯ পিএম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে একটি অত্যাধুনিক নতুন ডায়ালাইসিস (কৃত্রিম উপায়ে রক্ত পরিশোধন) ইউনিটের উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মগবাজারস্থ জাতীয় সদর দফতরে দুটি নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়। ১৫ হাজার ২৩২ বর্গফুট এরিয়া নিয়ে ২টি প্রি-ফেব্রিকেটেড আধুনিক অফিস ভবন নির্মাণ করা হবে বলে রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জানান।

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. মোহাম্মদ মোর্শেদ বলেন, এই আধুনিক ডায়ালাইসিস ইউনিটে প্রথম পর্যায়ে প্রতিদিন ৮ জন রোগীকে ডায়ালাইসিস করানো যাবে। কিছুদিন পর এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ৩৪ জনে এবং দুই মাসের মধ্যে এই ইউনিটে প্রতিদিন ৬৫ জন রোগীকে ডায়ালাইসিস করা সম্ভব হবে। তিনি বলেন, সময়ের সঙ্গে রোগীর চাপ বাড়ছে। সে জন্য নানা পরিকাঠামো তৈরি হচ্ছে। চিকিৎসায় সংযুক্ত করা হয়েছে আধুনিক নানা যন্ত্রপাতি। নতুন এই ডায়ালাইসিস ইউনিট চালু তারই একটি অংশ।

শনিবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন করেন। এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) এর গভার্নিং বোর্ডের সদস্য সংসদ সদস্য প্রফেসর ডা. মো. হাবিবে মিল্লাত, ট্রেজারার লুৎফুর রহমান চৌধুরী হেলাল, সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্যরা, মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন, উপ-মহাসচিব মো. রফিকুল ইসলাম, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. দৌলতুজ্জামান, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. মোহাম্মদ মোর্শেদ এবং হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


অপরদিকে, শনিবার বেলা ১ টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মগবাজারস্থ জাতীয় সদর দফতরে দুটি নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়। সোসাইটির দুটি নতুন অফিস ভবনের ভিত্তি প্রস্থর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার। এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস-চেয়ারম্যান প্রফেসর ডা. মো. হাবিবে মিল্লাত, ট্রেজারার লুৎফুর রহমান চৌধুরী হেলাল ও সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শুধু বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতেই নয়, দেশে সংঘটিত যেকোন দুর্যোগ ও জরুরী প্রয়োজনে অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে। এই আধুনিক ডায়ালাইসিস ইউনিটের মাধ্যমে গুরুতর অসুস্থ রোগীদের প্রয়োজনীয় ডায়ালাইসিস ও জরুরী চিকিৎসা প্রদানে সহায়ক ভূমিকা পালন করবে এবং এর মাধ্যমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট অসংখ্য দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবে।


সোসাইটির ভাইস চেয়ারম্যান ও আইএফআরসি’র গভার্নিং বোর্ডের মেম্বর প্রফেসর ডা. মো. হাবিবে মিল্লাত, বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে দেশের অসহায় ও দরিদ্র মানুষদের জন্য কাজ করে যাচ্ছে। সোসাইটির মানবিক সেবা কার্যক্রম বিশ্বব্যাপী অত্যান্ত সুনাম অর্জন করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ