Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনে আটক দুই ভারতীয় জাহাজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

দীর্ঘ আটমাস ধরে ভারতের একটি কার্গো জাহাজ নিজেদের বন্দরে আটক করে রেখেছে চীন। ফলে ওই জাহাজে একপ্রকার বন্দি হয়ে রয়েছেন ২৩ জন ভারতীয় জাহাজকর্মী। এরপর ২০ সেপ্টেম্বর একইভাবে আরও একটি ভারতীয় জাহাজ আটক করে রেখেছে তারা।
জানা গেছে, আট মাস ধরে আটকে থাকা কয়লা ভর্তি ‘এমভি জগ আনন্দ’ নামের জাহাজটি থেকে পণ্য খালাস করার অনুমতি দেয়া হয়নি চীনের পক্ষ থেকে। তাদের বন্দর ছাড়ার অনুমতিও দেয়া হয়নি। যে বেসরকারি সংস্থার পক্ষ থেকে এই জাহাজটি কয়লা নিয়ে উত্তর চীনের হুবেই প্রদেশে জিংট্যাং বন্দরটিতে গিয়েছিল, তারাও এ ব্যাপারে নীরব। এরপর ২০ সেপ্টেম্বর আরও একটি ভারতীয় জাহাজ ‘এমভি আনাস্টাসিয়া’ ১৬ জন ভারতীয় জাহাজকর্মীকে নিয়ে চীনের ওই প্রদেশেরই অন্য একটি বন্দরে গিয়ে একই ভাবে আটকে গিয়েছে বলে জানা গিয়েছে। গতকাল বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, “এই অভ‚তপূর্ব পরিস্থিতিতে জাহাজের কর্মীদের উপরে প্রবল মানসিক চাপ তৈরি হয়েছে। বেইজিং-এ আমাদের দূতাবাস চীনের কেন্দ্রীয় সরকার এবং প্রদেশ কর্তৃপক্ষের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখছে বিষয়টি নিয়ে। আবেদন করা হয়েছে জাহাজকর্মীদের বন্দরে নামতে দেয়া হোক। চীনা কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন কোভিড ১৯ সংক্রান্ত কিছু স্থানীয় বাধানিষেধের জন্য তারা অনুমতি দিচ্ছে না।” এর পরে মুখপাত্র জানান, “আমরা দেখছি যে অন্য কিছু জাহাজ ভারতীয় জাহাজের পরে এসে পণ্য খালাস করে ফিরেও গিয়েছে। এটার কারণ আমাদের কাছে স্পষ্ট নয়।” জানা গিয়েছে, মুম্বাইয়ের সংস্থা ‘গ্রেট ইস্টার্ন শিপিং লিমিটেডের’ হয়ে কাজ করে জাহাজটি। জাহাজের এক কর্মী জানিয়েছেন, জানুয়ারি মাসে ভারত থেকে অস্ট্রেলিয়ায় রওনা দেয় জাহাজটি। অস্ট্রেলিয়া থেকে মে মাসে চীনের দিকে যাত্রা শুরু করে ‘জগ আনন্দ’। এতে ছিল ১ দশমিক ৭০ লাখ টন অস্ট্রেলিয়ান কয়লা। তারা আরও জানান, জাহাজটি গত ১৩ জুন চীনের জিংগট্যাং বন্দরে পৌঁছয়। সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতীয়-জাহাজ

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ