মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ও ফার্স্ট লেডি আসমা আল আসাদ এবং তার লন্ডন ভিত্তিক পরিবারের সদস্যদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সিজার অ্যাক্টের অধীনে সিরিয়ার শাসকগোষ্ঠীর বিরুদ্ধে মঙ্গলবার এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
সব মিলিয়ে ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই অবরোধের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে বাশার আল আসাদের স্ত্রী ও তার আত্মীয়দের নামও রয়েছে। আছে সিরিয়ান মিলিটারি ইন্টালিজেন্সের কমান্ডারের নাম। সেন্ট্রাল ব্যাংক অব সিরিয়া এবং আসাদের বেশ কিছু নিকটাত্মীয়ও এই অবরোধের আওতায় পড়বেন। ট্রাম্প প্রশাসনের সিরিয়াবিষয়ক বিশেষ দূত জোয়েল রেবান সাংবাদিকদের বলেন, ‘এই ব্যক্তি ও দুর্নীতিগ্রস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সিরিয়ান সমস্যার রাজনৈতিক ও শান্তিপূর্ণ সমাধানে বাধা দিচ্ছে।’ সূত্র : মিডল ইস্ট আই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।