Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যাত্রাপথের নিরাপত্তা নিয়ে শংকিত ইসিবি প্রতিনিধি দল

বাংলাদেশকে উৎকণ্ঠায় ফেলেছে দ্য টেলিগ্রাফের প্রতিবেদন

প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : গত ১ জুলাই রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে সশস্ত্র জঙ্গি হামলায় ২০ বিদেশীর নিহত হওয়ার ঘটনায় আগামী অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ড ক্রিকেট দলের পূর্বনির্ধারিত সিরিজটির ভাগ্য ঝুলছে ইসিবি’র তিন সদস্যের নিরাপত্তা প্রতিনিধিদলের রিপোর্টের ওপর। ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরের সম্ভাব্যতা যাচাই করতে তিনটি ভেন্যু পরিদর্শন করেছেন। সফরকালে বিসিবি ও বাংলাদেশ সরকারের নিরাপত্তা পরিকল্পনার বিস্তারিত জেনে দেশে ফিরে গেছেন তারা। ৪ দিনের এই সফরে ইসিবি’র নিরাপত্তা উপদেষ্টা রেড ডিকাসন, প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের চিফ এক্সিকিউটিভ জন কার্ট ডেভিড লেথারওয়েলস এবং ইসিবি’র ডিরেক্টর অব অপারেশন্স জন কার এসে ঢাকাস্থ ব্রিটিশ, অস্ট্রেলিয়ান হাইকমিশন এবং মার্কিন দূতাবাসের সঙ্গে কথা বলেছেন। কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সরকারের নিরাপত্তা সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রধানদের সঙ্গে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম ছাড়াও চট্টগ্রামের ২টি ভেন্যু এবং প্রস্তুতি ম্যাচের ভেন্যু ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম পরিদর্শন করে সেখানকার নিরাপত্তা পরিস্থিতি অবগত হয়েছেন। বাংলাদেশ সফরকালে বিসিবি ও বাংলাদেশ সরকারের আন্তরিকতায় মুগ্ধ হয়েছেন, সন্তুস্ট হয়েছেন নিরাপত্তা পরিকল্পনা দেখে মিডিয়ায় উল্লেখ করেছেন তা ইসিবি’র ক্রিকেট অপারেশন্স প্রধান জন কার। দেশে ফিরে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছে রিপোর্ট দেয়ার কথা তিন সদস্যের ওই প্রতিনিধিদলের। সেই রিপোর্টের প্রেক্ষিতেই বাংলাদেশ সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা ইসিবি’র। তবে বাংলাদেশ সফর নিয়ে ইসিবি চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয়ার আগে বাংলাদেশকে উৎকণ্ঠায় ফেলে দিয়েছে ইংল্যান্ডের প্রভাবশালী দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’।
আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকবে বলে ঢাকা এবং চট্টগ্রামে ইংল্যান্ড ক্রিকেট দলকে যে হোটেলে আবাসনের ব্যবস্থা করা হচ্ছে, তা নিয়ে শংকার কিছুই দেখছেন না ইসিবি’র নিরাপত্তা উপদেষ্টা রেড ডিকসন। এমনকি এই দুই শহরে খেলার মাঠের নিরাপত্তা নিয়েও ভাবনার কিছু নেই তার। তবে বিমানবন্দর থেকে টিম হোটেলে যাত্রাপথকে ভয়ংকর বলে উল্লেখ নাকি করেছেন রেগ ডিকাসন। টিম হোটেল থেকে খেলার মাঠের নিরাপত্তা নিয়েও শংকা প্রকাশ করেছেন ইসিবি’র নিরাপত্তা উপদেষ্টা। দ্য টেলিগ্রাফের রিপোর্টে এমন শংকার কথাই বলা হয়েছে। দক্ষিণ এশিয়ার শহরগুলোর সড়কগুলোর দুই ধারে দাঁড়িয়ে থাকা প্রতিটি ভবনকে নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে আসা কোনোভাবেই সম্ভব নয়। ডিকাসনের মতে, এশিয়ার জনবহুল শহরগুলোতে বিদেশিদের নিরাপত্তা দেয়া অসম্ভব বলেই প্রতিবেদনে বলা হয়েছে। এই যুক্তি উপস্থাপনে ২০১১ সালে অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে পুলিশের নিরাপত্তা বেস্টনী ভেদ করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বহনকারী বাসকে লক্ষ করে রাস্তার বেশ দূর থেকে পাঁচ-ছয় জন বিক্ষুব্ধ জনতার ইট-পাটকেল নিক্ষেপের দৃষ্টান্ত যুক্ত করা হয়েছে টেলিগ্রাফের রিপোর্টে।
ইসিবি’র প্রধান নিরাপত্তা উপদেষ্টা অস্ট্রেলিয়ার মেলবোর্নে পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এটাও কিন্তু ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে উদ্বেগের কারণ। কারণ, পর্যাপ্ত নিরাপত্তার নিশ্চয়তা পাবার পরও গত বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর ছুঁতো অজুহাতে অস্ট্রেলিয়া করেছে বাতিল।
তবে টেলিগ্রাফের এই রিপোর্টের ওপর ভিত্তি করে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে উদ্বেগের কোনো কারণ দেখছেন না বিসিবি’র সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনÑ‘ইসিবি’র নিরাপত্তা প্রতিনিধি দল তো বাংলাদেশ সফর করে ক’দিন আগে গেল দেশে। ইসিবিকে তারা আগে রিপোর্ট দিবে, তারপরও সেই রিপোর্টের আলোকে সিদ্ধান্ত জানাবে ইসিবি। তাই ইসিবি’র রিপোর্ট না পাওয়া পর্যন্ত একটি পত্রিকার রিপোর্ট দেশে মন্তব্য করা ঠিক নয়। ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরকালে তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চিয়তা দেয়া হয়েছে। বিশ্বকাপে যেভাবে প্রতিটি দল নিরাপত্তা সুবিধা পেয়েছে, সেই সুবিধাই পাবে তারা। ইসিবি নিরাপত্তা প্রতিনিধি দল আমাদের নিরাপত্তা পরিকল্পনা দেখে সন্তুষ্ট। ইংল্যান্ড ক্রিকেট দল যথাসময়ে (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশে আসবে, এ ব্যাপারে আমরা আশাবাদী।’ ইংল্যান্ড ক্রিকেট দল নির্বিঘেœ বাংলাদেশ সফর করতে পারবে বলে আশ্বস্ত করতে চান বিসিবি’র পরিচালক এবং বাংলাদেশ দলের টিম ম্যানেজার খালেদ মেহমুদ সুজনওÑ‘যদি একসঙ্গে এতোগুলো দলকে পূর্ন নিরাপত্তা দিতে পারি, তাহলে একটা দলকে নিরাপত্তা দেয়া নিয়ে সমস্যার কিছুই দেখছি না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যাত্রাপথের নিরাপত্তা নিয়ে শংকিত ইসিবি প্রতিনিধি দল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ