Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেইন্টফিটের পথ ধরে স্যানফোর্ডও

প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচিং স্টাফে সংযুক্ত হলো চার বিদেশী কোচ। আগে থেকেই বাংলাদেশে ছিলেন প্রধান কোচ বেলজিয়ান টম সেন্টফিট। গত সোমবার তার সাথে সাথে টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক ডিরেক্টর হিসেবে পল স্মাল্লিকেও চুক্তিবদ্ধ করে বাফুফে। এদিন সন্ধ্যায়ই ঢাকায় আসেন দক্ষিণ আফ্রিকান ট্রেইনার রিডন বিয়ারডেন। এবার এলেন নিউজিল্যান্ডের গোলকিপার কোচ রায়ান স্যানফোর্ড। গতকাল সকালে ঢাকায় এসে পৌঁছেন তিনি। এই কোচিং স্টাফ অনুশীলনেও ছিলেন গতকাল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেলের অনুশীলন শেষে রিডো বার্ডিন উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘প্রথম দিনে সবকিছু জানা সম্ভব নয়। তবে আমি জানি যে, ফুটবলাররা লীগের মধ্যেই ছিল। তবে ফিটনেস লেবেল নিয়ে কয়েক দিন কাজ করার পর নির্দিষ্ট মাত্রায় পৌঁছাবে। ফুটবল দলীয় খেলা। বিশেষ কোনো খেলোয়াড় আমার দৃষ্টি কাড়েনি। সবাইকে একই মাত্রায় ফিটনেসে আনাই আমার কাজ।’ জাতীয় দলের ক্যাম্পের বাইরে রয়েছেন ছয়জন ফুটবলার। ভুটানে এএফসি কাপের প্লে অফ বাছাই খেলছেন নাসিররা। এই প্রসঙ্গে ট্রেইনারের কথা, ‘তারা ক্যাম্পে যোগ দেবার পর রিকভারি সেশন হবে। যাতে ক্যাম্পে থাকা ফুটবলারদের সঙ্গে কোন পার্থক্য না হয়।’ সাবেক সহকারী কোচ সাইফুল বারী টিটুকে নিয়ে জাতীয় দলের বেলজিয়ান কোচ টম সেন্টফিটের কথা, ‘টিটুর সঙ্গে আমি কাজ করেছি। আমি এখনও আগ্রহী। তবে বিষয়টি বাফুফের। বাবুর সঙ্গে কাজ করতে সমস্যা হচ্ছে না।’ জাতীয় দলের ডিফেন্ডার ইয়াসিন খান লীগে ভালো পারফরম্যান্স করেছেন। কিন্তু দলে ডাক না পাওয়ার কারণ সম্পর্কে সেন্টফিট বলেন, ‘১ সেপ্টেম্বর পর্যন্ত তার নিষেধাজ্ঞা রয়েছে। এই জন্য তাকে বিবেচনায় আনা হয়নি।’ জামাল ভূইয়া দুই হলুদ কার্ডের কারণে খেলতে পারছেন না ৬ তারিখের ম্যাচ। এর পরেও তিনি দলে ছিলেন। এই বিষয়ে বেলজিয়ান এই কোচের কথা, ‘এটা আমি জানতাম না। জানার পরেই ফাহাদ ও হেমন্তকে ডেকেছি। জামাল এখন আর ক্যাম্পে যোগ দেবে না।’
রিডন ও স্যানফোর্ড দু’জনেই এর আগে বেলজিয়ান হেড কোচ টম সেইন্টফিটের সঙ্গে কাজ করেছেন। পুরনো কোচিং সঙ্গীদের নিয়ে এবার বাংলাদেশ পুটবলকে কিছু দিতে পারেন কিনা সেইন্টফিট এটাই দেখার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেইন্টফিটের পথ ধরে স্যানফোর্ডও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ