Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

‘জনগণের ভোটে নির্বাচিত নন বলেই সীমান্ত হত্যার প্রতিবাদ না করে ভারতের সাথে রাখিবন্ধনের কথা বলেছেন ওবায়দুল কাদের’

কুড়িগ্রামে বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২০, ৩:৫০ পিএম

বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, গতকাল ভারতীয় হাই কমিশনারের সামনে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ভারতের সাথে আমাদের সম্পর্ক রাখিবন্ধনে আবদ্ধ। কিন্তু কালকেই ময়মনসিংহের হালুয়াঘাটে এক বাংলাদেশীকে ভারতীয় বিএসএফ গুলি করে হত্যা করেছে। লালমনিরহাটেও একজন নারীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। ওবায়দুল কাদের সাহেব যদি জনগণের ভোটে মন্ত্রী হতেন তাহলে প্রথমে এই ঘটনার প্রতিবাদ জানাতেন। আপনি সেই কড়া প্রতিবাদ না করে আপনি রাখি বন্ধনে আবদ্ধের কথা জানালেন। অথচ নদ-নদীতে পানি নাই আর প্রতিটি সীমান্তে আমাদের বাংলাদেশী ভাইকে হত্যা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তার জন্য আপনারা কোন কথা বলেন না। আজকে দেশের স্বাধীনতা, গণতন্ত্র রক্ষার লড়াইয়ের জন্য ধানের শীষে ভোট চান বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন,আওয়ামীলীগ মুখে গনতন্ত্রের কথা বলে গনতন্ত্রকে হত্যা করে,এখানে দিনের ভোট রাতে করে। জনগনের ভোটাধিকার হরন করা হয়। ।এ সময় তিনি আরো বলেন. সরকার উন্নয়নের কথা বলেন, কিন্তু ১ম শ্রেণীর কুড়িগ্রাম পৌরসভা ঘুরে কোথাও উন্নয়নের ছোঁয়া দেখতে পাওয়া যায়না।এটা এখনও পাড়াগাঁ রয়ে গেছে। তিনি আজ দ্বিতীয় দিনের মতো কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর ধানেরশীষ প্রতীকের নির্বাচনী প্রচারণায় এসে এসব কথা বলেন।
বৃহস্পতিবার সকাল ১১ টায় কুড়িগ্রাম প্রেসক্লাব থেকে গনসংযোগে শুরু হয়ে শহরের ঘোষপাড়ায় অনুষ্ঠিত পথসভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম, সহ সভাপতি মোস্তাফিজার রহমান,যুগ্মসাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ,আশরাফুল হক রুবেল,আলতাফ হোসেন,মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব,নাদিম আহমেদ ,আমিমুল ইহসান,হাসান যোবায়ের হিমেল সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিজভী

৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ