Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউনিটি ও ওয়েবের উদ্যোগে নারী উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২০, ১২:৩৩ পিএম

নারী উদ্যোক্তা বাংলাদেশ (ওয়েব) ও ইউনিটি ফর ইয়ং জার্নালিস্টস্ এর উদ্যোগে “মুক্তিযুদ্ধে নারীর অবদান” শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী কর্মশালায় উপস্থিত ছিলেন রেজিস্ট্রেশনকৃত ৬০জন সফল নারী উদ্যোক্তা ও বিশিষ্ট গুণী ব্যক্তিবর্গ। ইউনিটি ফর ইয়ং জার্নালিস্টস্ ও নারী উদ্যোক্তা বাংলাদেশের পক্ষ থেকে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গুণী ব্যক্তিদের মাঝে বিজয় দিবস সম্মাননা প্রদান করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি এস এম মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মোঃ খালেক, কবি ফারজানা করিম, হারুন অর রশীদ, মাসুদ ইকবাল, শেখ মাহমুদ আলম, আলহাজ্জ্ব আখতারুজ্জামান বাবুল, জি এম কামরুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি, বরাট জনকল্যাণ ফাউন্ডেশন ইঞ্জিনিয়ার চৌধুরী নেসারুল হক। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মাসিক মনবজমীনের সম্পাদক ও ইউনিটি ফর ইয়ং জার্নালিস্ট এর মহাসচিব ইমদাদুল হক তৈয়ব। স্বাগত বক্তব্য রাখেন ওয়েব এর চেয়ারম্যান রূপা আহমেদ। পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে পেরে ওয়েবের প্রতিষ্ঠাতা রূপা আহমেদ আগামীতে আরো বৃহৎ আঙ্গিকে উদ্যোক্তাদের নিয়ে কাজ করার প্রয়াস জানিয়েছেন।

আয়োজনটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল মানবজীবন এবং ইভেন্ট পার্টনার হিসেবে ছিল আরিয়ান ডট কম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কর্মশালা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ