মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বের তীব্র সমালোচনা আর আপত্তির মুখেও যেসব দেশ দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দিয়েছে, তার মধ্যে মরক্কো একটি। যথারীতি এক্ষেত্রেও মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র। দু’দেশ থেকেই সম্পর্কের ঘোষণা আসলেও বিষয়টি লিখিত আকারে চূড়ান্ত করতে ইসরায়েলের একটি প্রতিনিধি দল বর্তমানে মরক্কো অবস্থান করছেন। সফরকারী দলের সদস্যরা মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বন্ধুত্বের চুক্তি স্বাক্ষর করবেন।
গত মঙ্গলবার মরক্কোয় পৌঁছানো প্রতিনিধি দলটির সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও জামাই জ্যারেড কুশনার। দলটির সঙ্গে একাধিক বৈঠক করেছেন মরক্কোর শীর্ষ কর্তাব্যক্তিরা। সম্পর্ক স্বাভাবিকের চুক্তি ছাড়াও পারসস্পরিক সহযোগিতার জন্য আরো কয়েকটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
বিতর্কিত এ সফরে মরক্কোর সঙ্গে ইসরায়েলের বিমান চলাচল ও পর্যটন, স্বাস্থ্য, পানি এবং কৃষি বিষয়ক বেশকিছু চুক্তি হবে বলে কথা রয়েছে।
এ দিকে কয়েকজন মার্কিন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল-মরক্কো শান্তিচুক্তি হোয়াইট হাউসে হতে পারে এবং সেটি হবে ২০ জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পদত্যাগ করার আগে। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।