Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩৪ দলের ডিআরইউ ফুটবল রোববার থেকে

প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ছয় বছর পর ফের শুরু হচ্ছে ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। আগামী রোববার থেকে শুরু হওয়া টুর্নামেন্টে দেশের ৩৪টি জাতীয় দৈনিক, সংবাদ সংস্থা, অনলাইন মিডিয়া এবং স্যাটেলাইট চ্যানেলের গণমাধ্যম কর্মীরা ১৬টি গ্রæপে বিভক্ত হয়ে খেলায় অংশ নেবেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ট্রফি ছাড়াও যথাক্রমে ৪০ ও ২০ হাজার টাকা প্রাইজমানি পাবে। এছাড়া সেরা খেলোয়াড় ও সর্বাধিক গোলদাতাকে পাঁচ হাজার টাকা করে প্রাইজমানি দেয়া হবে। টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান। এ সময় ডিআরইউ’র সভাপতি জামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৩৪ দলের ডিআরইউ ফুটবল রোববার থেকে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ