পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর উত্তরায় প্লাস্টিকের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উত্তরা স্টেশনের দু’টি ইউনিট গিয়ে প্রায় পৌনে ১ ঘন্টার চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উত্তরা স্টেশনের স্টেশন অফিসার মো. হানিফ জানান, গত মঙ্গলবার দিবাগত রাত ১টা ৪৯ মিনিটের সময় উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর ১০এর রোডের ১৯ নম্বর ৬ষ্ঠতলা বাড়ির নিচ তলায় এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে উত্তরা স্টেশন থেকে দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ২টা ১৪ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রনে আনে।
তিনি আরো জানান, ওই বহুতল ভবনের পিছনে নিচ তলার বারান্দায় রক্ষিত প্লাস্টিকের মালামাল রাখা গোডাউনে আগুন লাগে। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে এবং এতে বিভিন্ন ধরনের মালামাল ক্ষতিগ্রস্ত হয়।
ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ওই বাড়ির মালিকের নাম খোরশেদ আলম। তার বাড়ির পাশে একটি নির্মানাধীন ভবন রয়েছে। বিডি কিংবা সিগারেটের আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।