Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

মির্জাপুরে ট্রাক চালকের লাশ উদ্ধার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২০, ১২:১০ পিএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পোষ্টকামুরী এলাকা থেকে মজিবর রহমান (৫০) নামে এক ট্রাক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ডাকাতের কবলে পড়ে মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার বাড়ি ঢাকার সাভার উপজেলার বলিয়ারপুর গ্রামে।

পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ট্রাকের হেলপার হাসান (২০) কে আটক করেছে। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার বধরুককালাই গ্রামের সাকী মিয়ার ছেলে।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃত হাসান জানান, গতকাল মঙ্গলবার বিকেল তিনটার দিকে তাঁরা দিনাজপুরের মধ্যপাড়া থেকে পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৭৫২৫) নিয়ে ঢাকার দিকে রওনা হন। গতকাল দিবাগত রাত তিনটায় ট্রাকটি মির্জাপুরের পোষ্টকামুরী চড়পাড়া এলাকায় পৌছে। সামনে যান থাকায় তাঁদের ট্রাকটি খুবই আস্তে চলছিল। তারা পোষ্টকামুরী সেতুর কাছে গেলে তাঁরা অস্ত্রধারী ডাকাতের কবলে পড়েন। ডাকাতদলের সদস্যরা অস্ত্র উঁচিয়ে তাঁদের কাছে থাকা মালামাল লুটে নেয়ার চেষ্টা করেন। এ সময় ডাকাতেরা তাঁদের মারধোর করেন। পরে তাঁরা দুইজন ট্রাক রেখে দৌড়ে পালিয়ে যান। আজ সকালে সেতুর পাশে প্রায় ৪০ ফুট গভীর দুরত্ব থেকে পুলিশ মজিবরের লাশ উদ্ধার করে পুলিশ।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের পাশে হাসানকে কাঁদতে দেখে। পরে পুলিশ মরদেহ উদ্ধার ও হেলপার হাসানকে আটক করে। বিষয়টি গুরুত দিয়ে দেখা হচ্ছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার

২৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ