Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

করোনাবিধি ভেঙ্গে আটক রায়না

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না সুরেশ রায়নার। কিছুদিন আগে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দেওয়া এই ভারতীয় অলরাউন্ডার বেশ অনেকদিন থেকেই আছেন খেলার বাইরে। সংযুক্ত আরব আমিরাতে হওয়া আইপিএলে খেলতে গিয়েও বিতর্ক তৈরি করে টুর্নামেন্টের আগেই দেশে ফিরতে হয় তাকে। পরে চেন্নাই সুপার কিংসের সঙ্গেও তার সম্পর্কের অবনতি ঘটে। এবার করোনাভাইরাসের স্বাস্থ্যবিধি অমান্য করে আটক হলেন মুম্বাই পুলিশের হাতে! তার সঙ্গে একটি বিনোদন ক্লাব থেকে আটক হন গায়ক গুরু রনধাওয়া, বলিউড তারকা হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খানও। কিছু পরে অবশ্য মুচলেকা দিয়ে ছাড়া পান রায়না।
ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, করোনার দ্বিতীয় ধাপ সামলাতে গত সোমবার রাতে কারফিউ জারি করেছিল মহারাষ্ট্র সরকার। ২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারির পর্যন্ত কড়া নিয়ম জারি করেছে ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকার। এই সময়ে রাতের বেলা মানুষের চলাচল সীমিত করে দিয়েছে তারা। ক্লাব, বার ইত্যাদি বন্ধ করার নির্দিষ্ট সময় বেধে দেওয়া হয়েছিল। কিন্তু রায়না ও তার বন্ধুরা তা অমান্য করেন। গভীর রাতে নগরীর ড্রাগন ফ্লাই ক্লাবে হানা দেয় পুলিশ। তাতে রায়নাসহ ৩৪জনকে আটক করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রায়না
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ