Inqilab Logo

শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আত্মহত্যার আগে মোদিকে রক্তে লেখা চিঠি

প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রিও অলিম্পিকে ভারতের মান রেখেছেন দুই মহিলা ক্রীড়াবিদ। শাটলার পি সিন্ধু ও কুস্তিগীর সাক্ষী মালিক। নজর কেড়েছেন আরেক মহিলা ক্রীড়াবিদ দীপা কর্মকারও। ঠিক এমন একটা সময়ে বিনামূল্যে হোস্টেল না পাওয়ায় ক্ষোভে আত্মহত্যা করলেন জাতীয় স্তরের এক হ্যান্ডবল খেলোয়াড়। মৃত্যুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে রক্ত দিয়ে চিঠিও লিখে গেছেন তিনি। সুইসাইড নোটে পাঞ্জাবের বাসিন্দা পূজা প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে লিখেছেন, হোস্টেল ফি ও যাতায়াতের খরচ বহন করতে না পারায় জীবন শেষ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পাতিয়ালার খালসা কলেজের সেকেন্ড ইয়ারের এই ছাত্রী প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে লিখেছেন, আমার মতো পিছিয়ে পড়া মহিলাদের বিনামূল্যে পঠন-পাঠনের সুযোগ দেয়া উচিত। গত বছর কলেজে ভর্তির সময় তাকে বিনা খরচে হোস্টেলে থাকার সুযোগ ও খাবার দেয়া হবে বলে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। কিন্তু এ বছর বিনামূল্যে তাকে হোস্টেলে থাকার অনুমতি দেয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। তার বাড়ি থেকে কলেজ যেতে প্রতিদিন ১২০ টাকা খরচ হতো বলে জানিয়েছেন পূজার পরিবারের সদস্যরা। তার পরিবারের আর্থিক অবস্থাও খুব একটা ভালো নয়। পূজার বাবা পেশায় সবজি বিক্রেতা। তার পক্ষে এ খরচ বহন করা সম্ভব ছিল না। এ বছর তার খারাপ পারফরম্যান্সের জন্যই পূজাকে বিনামূল্যে হোস্টেলে থাকার অনুমতি দেয়া হয়নি বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। চার পাতার এই সুইসাইড নোটে তার প্রশিক্ষককেও দায়ী করে গেছেন পূজা। তিনি লিখেছেন, হোস্টেলে থাকার বদলে তিনি আমাকে বাড়ি থেকে যাতায়াত করতে বাধ্য করতেন। প্রতি মাসে যার খরচ পড়ত ৩ হাজার ৭২০ টাকা। ওই প্রশিক্ষকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগ দায়ের করেছেন পূজার বাবা। টাইমস অব ইন্ডিয়া।



 

Show all comments
  • আরমান ২৪ আগস্ট, ২০১৬, ৪:০৩ পিএম says : 0
    ঘটনাটি খুবই দু:খজনক
    Total Reply(0) Reply
  • রনি ২৪ আগস্ট, ২০১৬, ৪:০৫ পিএম says : 0
    সর্বত্রই গবীর শিক্ষার্থীদের ফ্রি লেখাপড়া ও হোস্টেলের সুযোগ দেয়া উচিত
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যার আগে মোদিকে রক্তে লেখা চিঠি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ