Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্দোলন থেকে ফিরেই কৃষকের আত্মহত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

দিল্লিতে আন্দোলনকারী কৃষকদের দুর্দশা ‘সহ্য করতে না পেরে’ আত্মহত্যা করেছিলেন হরিয়ানার এক পুরোহিত। এবার দিল্লির কৃষক আন্দোলন থেকে ঘরে ফিরে পাঞ্জাবের এক তরুণ কৃষক আত্মহত্যা করলেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, ভাটেন্ড জেলার দয়ালপুরা মির্জা গ্রামের গুরলাভ সিং (২২) নামের ওই তরুণ কৃষক আন্দোলন শেষে ঘরে ফেরেন ২ দিন আগে। কিন্তু রোববার কীটনাশক পান করেন তিনি। বাড়ি থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিক তদন্তে কীটনাশকজাতীয় কিছু পান করেই আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ নিয়ে তদন্ত চলছে। তদন্তে ঋণ থাকার বিষয়টি উঠে এসেছে। উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর দিল্লি সীমান্তে কৃষকদের আন্দোলনে যোগ দিয়ে আত্মহত্যা করেন সন্ত রাম সিং নামে এক শিখ পুরোহিত। ওইদিন দিল্লির সিংঘু সীমান্তে নিজেকে গুলি করেন সন্ত রাম সিং। হরিয়ানার কারনালের সিংরা গুরুদ্বার থেকে আন্দোলনরত কৃষকদের কম্বল বিতরণ করতে এসেছিলেন রাম সিং। একটি গাড়িতে বসে তিনি তা বিলিও করেন। তারপর আচমকাই রিভলবার বের করে নিজেকে গুলি করে দেন। দিল্লির কৃষক আন্দোলেন এই প্রথম কেউ কৃষকদের দাবির সমর্থনে আত্মহত্যা করেলেন। জি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কৃষকের-আত্মহত্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ