Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পৌরসভা নির্বাচনে ইসলামী আন্দোলনের মনোনয়নপত্র জমা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২০, ৭:৪২ পিএম

সারাদেশে পৌরসভা নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। আসন্ন পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ২৯ জন মেয়রপ্রার্থী আজ দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। যেসব পৌরসভায় ইসলামী আন্দোলনের মেয়রপ্রার্থী মনোনয়ন

জমা দিয়েছেন সেগুলো হলো নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও পৌরসভায় মাওলানা আবু জাহের, তারাব পৌরসভায় মুহাম্মদ আবু সাঈদ, জামালপুর পৌরসভায় মুফতী মোস্তফা কামাল, নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভায় হাফেজ নূরুল হুদা, ফেনীর দাগনভূঁইয়ায় মু. আলাউদ্দিন, দিনাজপুর সদর মুহাম্মদ হাবিবুর রহমান, রংপুরের বীরগঞ্জ হাফেজ মাওলানা শাহআলম, নওগাঁ জেলার নাজিরপুর নাজিবুদ্দিন চৌধুরী, নওগাঁ সদর আতিকুর রহমান, পাবনার ঈশ্বরগঞ্জ মুহাম্মদ মাসুম, ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড নাসির উদ্দিন ও শৈলকুপা মু. ওসমান গণি, সিরাজগঞ্জের তাড়াইশ পৌরসভা মুহাম্মদ আলতাফ হোসেন। উল্লেখ্য যে, প্রথম ধাপে ১০টি পৌরসভায় মনোনয়ন দাখিল করে যা আগামী ২৮ ডিসেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়।
এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে বলেছেন, নির্বাচন কমিশনের সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও ব্যর্থতার বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ বহু আগ থেকেই কথা বলে
আসছে। এই নতজানু নির্বাচন কমিশনের প্রতি জনগণের কোন আস্থা নেই। তাদের দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। ৪২জন বিশিষ্ট নাগরিক যে বক্তব্য দিয়েছেন এটা শুধু তাদেরই বক্তব্য নয়, বরং এ বক্তব্য দেশের সকল দেশপ্রেমিক নাগরিকের। বিশিষ্ট নাগরিকগণ জনগণের অন্তরের কথাই
বলেছেন। নেতৃদ্বয় বলেন, দীর্ঘদিন পর হলেও দেশের সিভিল সোসাইটির বোধোদয় হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদেরকে আন্তরিক অভিনন্দন জানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মনোনয়নপত্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ