Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারী উদ্যোক্তাদের ব্যবসায় ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্স

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২০, ৭:০৩ পিএম

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর প্রশিক্ষণ ইনস্টিটিউট ‘ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি)’ দেশের শিক্ষিত নারীদের জন্য পাঁচদিনব্যাপী ‘নারীদের জন্য ব্যবসায় ব্যবস্থাপনা’ শীর্ষক একটি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে।

প্রশিক্ষণ কোর্সটি আগামী ২৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।

সফলভাবে কোর্স সমাপ্তির পর সম্ভাবনাময় যোগ্য নারী উদ্যোক্তাগণকে বিসিকের নিজস্ব তহবিল ও কর্মসংস্থান ব্যাংক হতে ঋণ প্রাপ্তিতে সহায়তা করা হবে।

প্রশিক্ষণ কোর্সটিতে সশরীরে উপস্থিত থেকে এবং ভার্চুয়ালি (অনলাইনে) অংশগ্রহণ করা যাবে। সশরীরে উপস্থিত থেকে অংশগ্রহণ করতে ইচ্ছুক নারী উদ্যোক্তাদের জন্য কোর্স ফি নির্ধারণ করা হয়েছে জন্য ১,০০০/- (এক হাজার টাকা) মাত্র এবং অনলাইনে অংশগ্রহণকারীদরে জন্য ৫,০০/- (পাঁচশত টাকা) মাত্র।

ন্যূনতম এস.এস.সি পাশ আগ্রহী নারী উদ্যোক্তাগণ ২৭ ডিসেম্বর সকাল ৯.৩০ মিনিট এর মধ্যে আবেদনসহ রেজিষ্ট্রেশন করতে পারবেন।

বিকাশ নম্বর : ০১৭১০-০১৩১৬১, ০১৬৮৬-৩৯৫৪৫৯ এর মাধ্যমে কোর্স ফি জমা দিয়ে রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করা যাবে।

প্রশিক্ষণ কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে জনাব মুনিরা মান্নান, সহকারী অনুষদ সদস্য, শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদ, স্কিটি, বিসিক, প্লট-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা বরাবর যোযোগ করা যাবে। আরো বিস্তারিত জানতে প্রকৌশলী মো. শফিকুল আলম, অধ্যক্ষ, স্কিটি, ফোন : ৮৯৩৩৬৬১ (অধ্যক্ষ), ৪৮৯৬১৯৪৮ (অফিস) বরাবর যোযোগ করা যেতে পারে।



 

Show all comments
  • Md Manzurul Haque ২১ ডিসেম্বর, ২০২০, ১০:৩২ পিএম says : 0
    It is an effective course for women Entrepreneur
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রশিক্ষণ কোর্স


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ