পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
এনসিসি ব্যাংক লি. এর ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অংশগ্রহণে ৬৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সম্প্রতি ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে শুরু হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান আবদুস সালাম প্রধান অতিথি থেকে কোর্সের উদ্বোধন করেন। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম হাফিজ আহমেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: ফজলুর রহমান, এ জেড, এম সালেহ ও মো: হাবিবুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ জগদীশ চন্দ্র দেবনাথ কোর্স সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আবদুস সালাম প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে যথাযথভাবে কাজে লাগিয়ে ব্যাংকিং সেক্টরে আগামী দিনের নেতৃত্ব গ্রহণের জন্য প্রশক্ষণার্থীদের প্রতি আহবান জানান। Ñপ্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।