বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মানিকগঞ্জের প্রাক্তন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সামসুদ্দিন আহমেদ।
শনিবার রাত সোয়া একটার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ যোহর পাটগ্রাম অনাথ বন্ধু উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
হরিরামপুর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহীনুর রহমান তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, গত ১ ডিসেম্বর তিনি করোনায় আক্রান্ত হন। পরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি দুই বার প্লাজমা থেরাপী দেন। অবশেষে গতরাতে তিনি মৃত্যুবরণ করেন।
নিহত সামসুদ্দিন আহমেদ জেলার হরিরামপুর উপজেলার হারুকান্দি ইউনিয়নের ভেলাবাদ গ্রামের বাসিন্দা। তিনি ২০০১ সালে তৎকালীণ মানিকগঞ্জ ২ সংসদীয় আসন (হরিরামপুর শিবালয়) থেকে স্বতন্ত্র এমপি নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি দুই মেয়াদে হারুকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি জেলা ও হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।