Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘পলাতক’ নওয়াজকে পাকিস্তানে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরু করেছে পাকিস্তান। শুক্রবার পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জানিয়েছেন, ব্রিটেনের সঙ্গে নওয়াজের প্রত্যর্পণ নিয়ে কথাবার্তা চালাচ্ছে পাকিস্তানি সরকার। শিগগিরই ব্রিটেন থেকে প্রত্যর্পণ সমস্যা মিটিয়ে নওয়াজকে দেশে ফেরানো হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
বর্তমানে লন্ডনে অবস্থানরত নওয়াজ শরিফকে চলতি মাসে পাকিস্তানের আদালত ‘পলাতক’ তকমা দিয়ে দুর্নীতির অভিযোগে বিচারের জন্য দ্রুত দেশে নির্দেশ দেয়। এরপরই তৎপর হয় পাকিস্তান সরকার। তথ্যমন্ত্রী শিবলি ফরাজ সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, এবার ব্রিটিশ সরকারের দায়িত্ব নওয়াজ শরিফের মতো দোষী সাব্যস্ত অপরাধীকে সেখানে থাকতে না দেয়া। ২০১৮ সালে আর্থিক দুর্নীতি ও তহবিল তসরুফের অভিযোগে শরিফকে সাত বছরের কারাদন্ডের সাজা দেয়। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ