Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তদন্তে ৩ সদস্যের কমিটি

বেরোবিতে জাতীয় পতাকা বিকৃতি

রংপুর থেকে স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

মহান বিজয় দিবসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা কর্তৃক জাতীয় পতাকা বিকৃত করে প্রদর্শন করে জাতীয় পতাকা অবমাননার ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে রংপুর জেলা প্রশাসন।
অন্যদিকে, ওই ঘটনায় বৃহষ্পতিবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহমুদুল হক বাদী হয়ে নগরীর তাজহাট থানায় আরো একটি মামলা দায়ের করেছেন।
জেলা প্রশাসক আসিব আহসান জানিয়েছেন, জাতীয় পতাকা অবমাননার ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানীকে আহবায়ক করা হয়েছে। এছাড়া রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার জিন্নাহ আল মামুন ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলুকে সদস্য করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রকৃত ঘটনা তদন্ত করে তার কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্ত কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানীর নেতৃত্বে কমিটির অপর দুই সদস্য গত শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান। তারা ঘটনাস্থল, স্বাধীনতা স্মারক পরিদর্শন করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আতিয়ার রহমানের সাথে কথা বলার জন্য প্রশাসনিক ভবনে তার দফতরে যান। সেখানে আরো কয়েকজন সহকারী প্রক্টর তাজহাট থানার ওসি আখতারুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পৌনে এক ঘন্টা ব্যাপি বৈঠক শেষে সেখান থেকে বেরিয়ে তদন্ত কমিািটর প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সাংবাদিকদের জানান আমরা প্রক্টরের সাথে কথা বলেছি ১৬ ডিসেম্বর বিজয় দিবসের কি কি কর্মসূচি ছিলো তার কপি সংগ্রহ করেছি। তদন্তের প্রয়োজনে আর যা যা করণীয় তা করা হবে বলে জানান তিনি।
এদিকে, জাতীয় পতাকা বিকৃত করে সংবিধান লঙ্ঘনের দায়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভিসি নাজমুল আহসান কলিমউল্লাহসহ ৬ শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় জাতীয় পতাকার বিকৃতি ও অবমাননার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহমুদুল হক ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান আরো একটি মামলা দায়ের করেছেন। এর আগে বেরোবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান আরিফ ৯ জনের নামে একটি মামলা দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয়-পতাকা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ