মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসের টিকা নিয়ে বিদ্রুপ করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। ফাইজার-বায়োএনটেকের টিকা নিলে নারীর দাড়ি আর পুরুষের নারীকণ্ঠ হবে অথবা মানুষ কুমিরে রূপান্তরিত হতে পারে বলে মন্তব্য করেন তিনি। করোনা মহামারির শুরু থেকেই এ ভাইরাসকে গুরুত্ব দেননি বলসোনারো। তিনি এটিকে সামান্য ফ্লু (সাধারণ জ্বর-সর্দি) বলে আখ্যায়িত করেছিলেন। পরবর্তীতে তিনি নিজেও করোনায় আক্রান্ত হন। এ মহামারির টিকা তিনি নেবেন না বলে জানিয়েছেন। খবরে আরও বলা হয়, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বলসোনারো বলেন, ফাইজারের টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কোনও দায় আমরা নেব না। যদি তুমি কুমিরে রূপান্তরিত হও, তাহলে সেটা তোমার সমস্যা। ব্রাজিলে কয়েক সপ্তাহ ধরে এই টিকা নিয়ে পরীক্ষা চলেছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে এ টিকার ব্যবহার শুরু হয়েছে। বলসোনারো আরও বলেন, যদি তুমি অতিমানব হয়ে যাও, যদি নারীর দাড়ি গজায় অথবা পুরুষের কণ্ঠ নারীকণ্ঠে বদলায় তাহলে কিছু করার থাকবে না। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।