Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পর্নোসিনেমার সংগ্রহ নষ্ট করায় মা-বাবার বিরুদ্ধে মামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

ছেলের সংগ্রহে থাকা পর্নোসিনেমা, ম্যাগাজিন ও পর্নোসামগ্রী ফেলে দেওয়ায় মা-বাবার কাছে ক্ষতিপূরণ চাওয়ার অনুমতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালতের বিচারক। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। বিবিসি জানিয়েছে, ব্যক্তিগত পর্নোসামগ্রী নষ্ট করে ফেলায় মা-বাবার বিরুদ্ধে মামলা করেন ডেভিড ওয়ার্কিং নামের ৪২ বছর বয়সী এক ব্যক্তি। ডেভিডের দাবি এসব সামগ্রীর মূল্যমান ২৫ হাজার মার্কিন ডলার। ডেভিড ওয়ার্কিং নামের ৪২ বছর বয়সী এক ব্যক্তি বিবাহবিচ্ছেদের পর তার মা-বাবার বাড়িতে ওঠেন। মা-বাবার সঙ্গে ১০ মাস থাকার পর ডেভিড অন্যত্র বাসা নিয়ে চলে যান। এসময় তিনি পরে নেবেন বলে তার পর্নোছবি ও পর্নোসামগ্রীর বিশাল সংগ্রহ মা-বাবার বাড়িতে রেখে যান। কিন্তু, পরে তিনি দেখেন তার রেখে যাওয়া জিনিসগুলো নিখোঁজ। এদিকে ডেভিডের মা-বাবা বলছেন, তারা ছেলেকে আগেই এসব জিনিস বাড়িতে আনতে নিষেধ করেছিলেন। অন্যদিকে আদালতের বিচারক রায় দিয়েছেন যে ছেলের মালিকানাধীন সামগ্রী নষ্ট করার কোনো অধিকার ডেভিডের মা-বাবার নেই। এমনকি বাড়ির মালিক হিসেবেও তারা তা করতে পারেন না। ডেভিডের মা-বাবা জানিয়েছেন, তারা ছেলের পর্নোসামগ্রীগুলো তাঁদের বাড়িতে রাখতে চাননি। ডেভিড ও তার বাবার মধ্যে ইমেইলে এসব পর্নোসামগ্রী নিয়ে কথাবার্তায় জানা গেছে, ডেভিডের মোট ১২টি বাক্সভর্তি পর্নো ম্যগাজিন ও ডিভিডি এবং দুই বাক্স ‘সেক্স টয়’ ছিল। একটি ইমেইলে ডেভিডের বাবা বলেন, এসব জিনিস নষ্ট করে তিনি ছেলের ‘বড়ো উপকার’ করেছেন। ডেভিড দাবি করেছেন, তার সংগ্রহে দেড় হাজারের বেশি ডিভিডি ও টেপ ছিল। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পর্নোসিনেমা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ