Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১২ পর্বের বায়োপিক সিরিজে সুশান্ত সিং

| প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৮, ১২:০৫ এএম

৫৪০ খৃষ্ট পূর্বাব্দ থেকে ২০১৫ পর্যন্ত ২০০০ বছরের বেশি ব্যাপ্তিতে ভারতের শীর্ষ সব প্রতিভাবান মানুষদের জীবনী নিয়ে এক দীর্ঘ যাত্রায় শামিল হতে যাচ্ছে সুশান্ত সিং রাজপুত। এই সিরিজের এক মৌসুমেই ১২জন ভারতীয় জিনিয়াসের ভূমিকায় অভিনয় করবেন সুশান্ত। ইনসেই নামে একটি ব্যানারের অধীনে তাদের পাঁচটি উদ্যোগের একটি এই সিরিজ। সুশান্ত তার ব্যবসায়ী অংশীদার বরুণ মাথুরের সঙ্গে স¤প্রতি ইনসেইয়ের ঘোষণা দেন। অনির্ধারিত নামের এই সিরিজটিতে ভারতীয় সেইসব ব্যক্তিত্বের জীবনের বিভিন্ন পর্যায় তুলে ধরা হবে যারা বিশ্ব ইতিহাস এবং মানব সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। এই বিশেষ ভারতীয় মানুষদের জীবনীর শুরু হবে রাজনৈতিক দার্শনিক চাণক্য (৫৪০ খৃষ্ট পূর্বাব্দ)থেকে শুরু করে শেষের দিকে থাকবে রবীন্দ্র নাথ ঠাকুর এবং ভারতের প্রেসিডেন্ট এবং বিজ্ঞানী এপিজে আবদুল কালাম। তাদের জীবনের আকর্ষণীয় দিকগুলো বায়োপিকগুলোতে উপস্থাপন করা হবে। ইনসেই ভেনচার্সের সহ-প্রতিষ্ঠাতা বরুণ মাথুর বলেন, “একটি নতুন সিরিজের মাধ্যমে আমরা ভারতের অসাধারণ সব কাহিনী আমরা দর্শকদের সামনে আসছি। এই ১২জন জিনিয়াস ভারত প্রতিষ্ঠায় বিশাল অবদান রেখে গেছেন। সুশান্ত বরাবরই নতুন কিছু করতে চেয়েছে এবং এই সব ব্যক্তিত্বের দর্শন অনুসরণ করে এসেছে। তাই সে পর্দায় এদের তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বায়োপিক সিরিজ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ