Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ত্রপচারের ছুরি নয় সুঁইকে ভয় পেয়েছিলেন মুস্তাফিজ!

প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১২:৩৭ এএম, ২৩ আগস্ট, ২০১৬

বিশেষ সংবাদদাতা : অপারেশনের আগে মুস্তাফিজুরকে অভয় দিতে টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশ দলের ওয়ানডে ও টি-২০ অধিনায়ক মাশরাফি। পাঁচ-পাঁচবার হাঁটুর লিগামেন্টের কঠিন অপারেশন টেবিলে হাসতে হাসতে গেছেন নড়াইল এক্সপ্রেস, সুতরাং কাঁধে টেলিস্কোপ সার্জারি নিয়ে ভয় পাবার কিইবা আছে? টেলিফোনে এটাই বুঝিয়ে সাহস দিয়েছিলেন মাশরাফি মুস্তাফিজুরকে। অতীতে শরীরে ইনজেকশন নেয়ার অভ্যেস নেই, সুই দেখলেই নাকি পান মুস্তাফিজ ভয়। গত ১১ আগস্ট বুপা ক্রমওয়েল হাসপাতালে অপারেশন টেবিলে নিয়ে যাওয়ার আগে ২০ বছরের ছেলেটির ভয় কাটাতে লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে ছুটে গিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। যে ছেলেটি কাটার জাদুতে ছড়ান আতঙ্ক, সেই বাঁ হাতি পেস বোলার নাকি সুই দেখলে পান ভয়Ñএমন খবরটা পেয়েই মুস্তাফিজুরকে সাহস দিতে বিসিবি সভাপতির ছুটে যাওয়া। তখন এ কথা বিশ্বাস করেননি যারা, গতকাল দেশে ফিরে সে কথাটাই বিশ্বাস করিয়েছেন মুস্তাফিজুর সফল অস্ত্রোপচার শেষে গতকাল ঢাকায় ফেরা মুস্তাফিজুরÑ‘আমার ইনজেকশন নেওয়ার অভ্যাস নেই, সেজন্যই হয়ত সুই দেখলে ভয় লাগে। অনেক সময় আমার মনে হচ্ছিল, ইনজেকশন দিলে ব্যথা লাগবে, অস্ত্রোপচার করলে সেই ব্যথা পাব না। সবার আগে এই ভয়টাকেই জয় করতে হয়েছে।’
তাকে পেতে সাসেক্সের পীড়াপীড়িতে অবচেতন মনে ক্লাবটিকে ভালোবেসেছিলেন। বড় আশা নিয়েই ইংলিশ কাউন্টিতে খেলতে গিয়েছিলেন মুস্তাফিজুর ২১ জুলাই। লন্ডনে নেমে ক্লাবটির অন্যরকম বরণে অভিভ‚ত মুস্তাফিজুর ভুলে গিয়েছিলেন ভ্রমণক্লান্তি। বিশ্রাম না নিয়ে হিথ্রো বিমানবন্দর থেবে সড়কপথে সাসেক্স ক্লাব হয়ে খেলার ভেন্যুতে সরাসরি যেতে পর্যন্ত দ্বিধা করেননি। চেম্পসফোর্ডে যেয়ে যেয়ে কাউন্টির অভিষেকে টি-২০ বøাস্টে এসেক্সের বিপক্ষে ৪ উইকেটে (৪/২৩) কাউন্টি মাতানোর আভাস দিয়েছিলেন। ওভালে পরের ম্যাচে এসেক্সের বিপক্ষে উইকেটহীন কাটিয়ে ওয়ানডে ম্যাচে যখন অবতীর্ণ হবেন, তার ঠিক আগে অনুশীলনে পেলেন কাঁধে চোট। সেই চোটটাই ডেকে এনেছে বিপদ। এম আর আই রিপোর্টে অপারেশন ছাড়া বিকল্প পথ খোলা ছিল না। তবে আইপিএলর ধকল কাটিয়ে বিলম্বে সাসেক্সে যোগ দিয়ে অবশিস্ট সব ম্যাচগুলো এই দলটির হয়ে খেলবেন বলে মনস্থির করেও ইনজুরিতে ভঙ্গ হয়েছে সে স্বপ্ন। তাতে কষ্ট পাচ্ছেন মুস্তাফিজÑ‘আশা করেছিলাম, সাসেক্সের হয়ে বাকি ম্যাচগুলো খেলতে পারব। কিন্তু ইনজুরির কারণে সেটা পারিনি। খুব খারাপ লাগছে।’
এই নিয়ে ক্যারিয়ারে ২ বার করেছেন ইংল্যান্ড সফর, ২০১৪ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে, এবার কাউন্টি মিশনে। দু’বারই ইনজুরিতে পড়েছেন মুস্তাফিজুর। নিজের কাছে তাই ইংল্যান্ডকে অপয়া মনে হতেই পারে মুস্তাফিজুরেরÑ‘এ নিয়ে দুইবার ইংল্যান্ডে গিয়ে দুইবারই চোট পেলাম। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে প্রথম সফর করি, সেবারও চোট পাই, এবারও চোট পেলাম। সব মিলিয়ে ভালো যায়নি।’
কাঁধে টেলিস্কোপ সার্জারিতে মাঠের বাইরে থাকতে হবে অন্তত ৪ মাস। খেলতে পারবেন না ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজ, মিস করতে পারেন আগামী নভেম্বরে বিপিএলও। খেলার বাইরে থাকার কষ্টটা এখনই অনুভব করছেন কাটার মাস্টারÑ‘খেলতে না পারলে খারাপ তো লাগবেই।’ অপারেশনের পর পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে তার ইতোমধ্যে। ঘরকাতুরে ছেলেটি অবশ্য ঢাকায় ফিরলেও গ্রামের বাড়ি সাতক্ষীরায় আপাতত যাচ্ছেন না। ঢাকায় থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ড্রিলগুলো করতে হবে, আস্তে আস্তে হালকা জিম করতে হবে বলে সাতক্ষীরায় যাচ্ছেন না মুস্তাফিজুর। সেনানিবাসে মামার বাসায় থাকবেন তিনি। ইংল্যান্ডের বিশেষজ্ঞ সার্জন অ্যান্ড্রু ওয়ালেসের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে বলে জানিয়েছেন তিনিÑ‘অস্ত্রোপচারের পর ডাক্তার (অ্যন্ড্রু ওয়ালেশ) আমাকে কাজ দেখিয়ে দিয়েছে এবং দেবাশীষ দা’কে বুঝিয়ে দিয়েছেন। কিভাবে কি করতে হবে, তা জানিয়ে দিয়েছেন। সে অনুযায়ী কাজ করব। তবে ৪ সপ্তাহ পর থেকে আমার নিজের কাজটা আরও বাড়তে থাকবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ত্রপচারের ছুরি নয় সুঁইকে ভয় পেয়েছিলেন মুস্তাফিজ!
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ