নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : ত্রিনিদাদের বৃষ্টি আশীর্বাদ হয়ে দেখা দিল পাকিস্তানে। আর তাতে কপাল পুড়েছে তাদেরই চিরপ্রতিদ্ব›দ্বী ভারতের। টেস্ট র্যাংকিংয়ে নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে ক্যারিবিয় সফরের চতুর্থ ও শেষ টেস্টে জিততেই হত ভারতেকে। ড্র হলেও র্যাংকিংয়ের শীর্ষে উঠে যাবে পাকিস্তান। হিসাবটা যখন এমন, তখন বৃষ্টির বাধায় পোর্ট অব স্পেনে সাকুল্যে খেলা হয়েছে ২২ ওভার। ফলে ম্যাচ হয়েছে ড্র। র্যাংকিংয়ের ৮ নম্বর দলের কাছে ২ পয়েন্ট খুইয়ে শীর্ষস্থানচ্যূত হতে হয়েছে বিরাট কোহলির দলকে। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে প্রথমবারের মত টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে উঠেছে পাকিস্তান।
মাত্র ৫ দিন শীর্ষে অবস্থান করেছিল ভারত। শ্রীলঙ্কা সফরে হোয়াইটওয়াশ হওয়ায় শীর্ষ থেকে অবনমন ঘটে অস্ট্রেলিয়ার। ওদিকে ইংল্যান্ডের সাথে সিরিজ ২-২ ড্র করে পাকিস্তান উঠে আসে ২ নম্বরে। ভারতের শীর্ষস্থান ধরে রাখতে ওয়েস্ট ইন্ডিজে ৩-০ ব্যবধানে সিরিজ জিততে হত। তাহলে ভারতের পয়েন্ট থাকত ১১২। কিন্তু ক্যারবিয় সফরে শেষ ম্যাচ ড্র করায় তারা ২ পয়েন্ট হারায় উইন্ডিজের কাছে। ১১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তান তাই উঠে এসেছে এক নম্বরে। শীর্ষ দুই দল ছাড়া আর কোন পরিবর্তন হয়নি র্যাংকিংয়ে। সমান ১০৮ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ অবস্থানে যথাক্রমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ৯৯ , ৯৫ ও ৯২ পয়েন্ট নিয়ে যথাক্রমে নিউ জিল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।
২০০৩ সালে টেস্ট র্যাংকিং চালু হওয়ার পর এবারই প্রথম শীর্ষে উঠল পাকিস্তান। মেজবাহ-ইল-হকের দল এই পুরষ্কার পেল গত দুই বছর তাদের ধারাবাহিক পারফর্মেন্সের কারনে। ২০১৪ সালের আগস্টেও তারা ছিল ছয় নম্বরে। এরপর আর কোন টেস্ট সিরিজ হারেনি মিজবাহ’র দল। এর মধ্যে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ২-০তে, শ্রীরঙ্কার মাটিতে জেতে ২-১তে, সিরিজ ড্র করে নিউ জিল্যান্ডের মাটিতে ও সর্বশেষ ইংল্যান্ডে। এর মধ্যে গত নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে ইংল্যন্ডকে ২-০ ব্যবধানে হারিয়ে উঠে আসে র্যাংকিংয়ের দুই নম্বরে। এবার অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার পর পঞ্চম দল হিসেবে টেস্ট র্যাংকিংয়েল শীর্ষে উঠল পাকিস্তান।
স্বভাবতই এই অর্জনে খুশি পাক অধিনায়ক মিজবাহ। ৪২ বছর বয়সী এই ‘তরুণ’ বলেন, ‘আমি এর কৃতিত্ব দলের প্রত্যেক খেলোয়াড়, সাপোর্টার, টিম ম্যানেজমেন্টকে দিতে চায়। খেলাটির সবচেয়ে আকর্ষণীয় ও ঐতিহ্যবাহী সংস্করণে এক নম্বর হওয়ার চেয়ে ভালো কোন অনুভূতি হতে পারে না।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।