Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালপাগের বিকল্প খুঁজছে বিসিবি

প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বিসিবি’র আলটিমেটামে কাজ হয়নি, জবাব দেননি বাংলাদেশ দলের শ্রীলঙ্কান স্পিন বোলিং কোচ রুয়ান কালপাগে। আসন্ন হোম সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ট্র্যাম্প কার্ড যেখানে হতে পারে স্পিন, সেখানে দলের সঙ্গে স্পিন বোলিং কোচ না থাকায় বড় বিপদে পড়তে পারে বাংলাদেশ দল। সে কারণেই স্পিন বোলিং কোচের সন্ধানে নেমে পড়াটা এখনই যুক্তিসঙ্গত বলে মনে করছেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মেহমুদ সুজন। স্পিন বোলিং কোচ হিসেবে উপমহাদেশের খ্যাতিমান সাবেক স্পিনারদের কাউকে পেলে ভাল হয় বলে মনে করছেন তিনি। গতকাল একটি অনলাইনকে দেয়া সাক্ষাতকারে এই প্রয়োজনীয়তার কথাই উল্লেখ করেছেন তিনিÑ ‘উপমহাদেশের বাইরে আছেন যারা, তাদের মধ্যে শেন ওয়ার্ন অন্যদের চেয়ে আলাদা, ড্যানিয়েল ভেট্টোরিও ভালো। অন্য দেশগুলোর চেয়ে ভালো মানের স্পিনার উপমহাদেশেই বেশি আছে। তাই বিসিবির এখান থেকেই বোলিং কোচ নেয়া প্রয়োজন। কারণ এই ধরনের উইকেট সম্পর্কে ভালো ধারণা আছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কালপাগের বিকল্প খুঁজছে বিসিবি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ