Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার দৃষ্টিহীনদের দাবায় ওয়ালটন

প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এবার দৃষ্টিহীনদের দাবায় পৃষ্ঠপোষকতা করতে এগিয়ে এসেছে দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস, হোম অ্যাপ্লায়েন্স ও টেলিকমিউনিকেশন পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। ১৫ অক্টোবর ‘বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস।’ এই দিবসকে সামনে রেখে আগামী ১২ অক্টোবর থেকে আয়োজিত হবে দৃষ্টিহীনদের দাবা প্রতিযোগিতা। যা শেষ হবে ১৫ অক্টোবর। এই প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক দৃষ্টিহীন দাবাড়–কে ওয়ালটন গ্রæপের পক্ষ থেকে একটি করে সাদাছড়ি দেওয়া হবে। এ বিষয়ে ওয়ালটন গ্রæপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘সবার সঙ্গেই ওয়ালটন গ্রæপ কাজ করতে আগ্রহী। যাতে সমাজের প্রত্যেকটি ট্রাকের মানুষই খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হতে পারে।’ এ বিষয়ে ন্যাশনাল ফেলোশিপ ফর দি অ্যাডভান্সমেন্ট অব ভিজ্যুয়ালি হ্যান্ডিক্যাপড (এনএফএভিএইচ) এর মহাসচিব ও এক্সিকিউটিভ মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আসলে আমাদের দৃষ্টিপ্রতিবন্ধীদের বিনোদনের বিষয়টা খুবই উপক্ষিত। ওয়ালটনের মতো কোম্পানিগুলো আমাদের বিনোদনের বিষয়ে এগিয়ে আসলে আমরা খুবই উপকৃত হব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এবার দৃষ্টিহীনদের দাবায় ওয়ালটন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ