Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্জিয়াদের লক্ষ্য মূল পর্ব

প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে শনিবার অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব শুরু করবে বাংলাদেশের মেয়েরা। নিজেদের মাঠে খেলা বলে, বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বে ওঠার স্বপ্ন উঁকি দিচ্ছে কৃষ্ণা-মার্জিয়াদের চোখে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) সোমবার বাছাই পর্বের লক্ষ্য নিয়ে কথা বলেন কোচ গোলাম রব্বানী ছোটন ও অধিনায়ক কৃষ্ণা রানী দাস। ‘সি’ গ্রæপের পাঁচ প্রতিপক্ষের মধ্যে চাইনিজ তাইপেকে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ মেনে গ্রæপ সেরা হয়ে মূল পর্বে খেলার আশাবাদ জানান দুজনেই। চাইনিজ তাইপেকে শক্তিশালী প্রতিপক্ষ উল্লেখ করে ছোটন বলেন, ‘প্রথম হওয়া অবশ্যই কঠিন পথ। তবে গত দুই বছরে আমাদের মেয়েদের যে পারফরম্যান্স, তাতে আমরা প্রতিদ্ব›িদ্বতা করার মতো শক্তিশালী দল। সবাই শক্তিশালী, তবে চাইনিজ তাইপে বেশি শক্তিশালী। তবে নিজের দল নিয়ে আমিও আত্মবিশ্বাসী। সার্বিক দিক হিসেব করে বলব, এই টুর্নামেন্টে আমরাই ফেভারিট।’ টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে তিনটি ম্যাচে জয় পাওয়ায় কৃষ্ণারা আরও বেশি আত্মবিশ্বাসী, ‘সবাই ভালো অনুশীলন করেছি। বড় আপুদের বিপক্ষে আমরা ভালো করেছি। যারা আসছে তারা শক্তিশালী। তবে আমরাও কম (শক্তিশালী) না। ওদের সঙ্গে লড়াই করব আমরা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্জিয়াদের লক্ষ্য মূল পর্ব
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ