মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অবশেষে ডব্লিউএইচও’র বিশেষজ্ঞদের করোনা ভাইরাসের উৎসস্থল উহানে স্বাধীনভাবে তদন্ত করতে অনুমতি দিয়েছে চীন। অপরদিকে, বিশেষজ্ঞদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে উহান। বেশ কয়েক মাস ধরে আলোচনার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই অনুমতি পেল। দশজন আন্তর্জাতিক বিজ্ঞানীর একটি বিশেষজ্ঞদল আগামী মাসে চীনের উহান শহরে যাচ্ছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। উহানে স্বাধীনভাবে তদন্ত করতে দিতে এতদিন রাজি হয়নি চীন। বেশ কয়েক মাস ধরে আলোচনার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এই অনুমতি পেল। উহানের প্রাণি বিক্রির একটি বাজার থেকে করোনাভাইরাস প্রথম ছড়িয়েছে বলে ধারণা করা হয়। তবে এর উৎস সন্ধানের বিষয়ে বিশেষত যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের উত্তেজনা তৈরি হয়। চীনের বিরুদ্ধে করোনার সংক্রমণ গোপন রাখার অভিযোগ তুলেছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ প্রসঙ্গে উহানে যাওয়া বিশেষজ্ঞ দলের একজন জীববিজ্ঞানী বার্তা সংস্থা এপিকে বলেন, ডব্লিউএইচও’র উদ্দেশ্য কারোর ওপর দায় চাপানো নয়, বরং তারা ভাইরাসের ভবিষ্যৎ প্রাদুর্ভাব রোধে করতে চায়। বিবিসি, এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।