Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৃত্যুদন্ড কার্যকরের নতুন রেকর্ড ট্রাম্প প্রশাসনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২০, ১২:০৬ এএম

ক্ষমতা ছাড়ার আগে শেষ মুহ‚র্তে এসে নিজের শাসনামলকে আরো বিতর্কিত করে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। চলতি বছর সব রাজ্যের সমন্বিত সংখ্যার চেয়ে অধিক বেসামরিক নাগরিকের মৃত্যুদন্ড কার্যকর করেছে ফেডারেল সরকার। খবর গার্ডিয়ান। ২০২০ সালজুড়ে যুক্তরাষ্ট্রে বিচারিক মৃত্যুদন্ড অভূতপূর্ব মাত্রায় দাঁড়িয়েছে। তাড়াহুড়ো করে এখন পর্যন্ত দশজন দন্ডপ্রাপ্ত আসামির ফাঁসির রায় কার্যকর করেছে ট্রাম্প প্রশাসন। মৃত্যুদন্ড কার্যকরের এ ঘটনা যুক্তরাষ্ট্রে বেশ কয়েক বছর ধরে মৃত্যুদন্ড কার্যকর হ্রাস করার যে প্রচেষ্টা, সেই প্রবণাতেও বড় ধরনের আঘাত। ট্রাম্প প্রশাসনের এমন রক্তপিপাসু রূপ পুরোপুরি ফুটে উঠেছে ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টারের (ডিপিআইসি) বার্ষিক প্রতিবেদনে। সাম্প্রতিক বছরগুলোর অবস্থা পর্যালোচনা করলে দেখা যায় এই সময়ের মধ্যে মৃত্যুদন্ড কার্যকরের বিষয়টি ধীরে ধীরে নির্জীব হয়ে পড়েছিল। এর মধ্যে রাজ্যগুলোই মূলত পৃথকভাবে মৃত্যুদন্ড কার্যকর করেছে। নভেল করোনাভাইরাস মহামারীর সময়ে ২০২০ সালে রাজ্যগুলোতে মৃত্যুদন্ড কার্যকরের ঘটনা অনেকটাই নিচে নেমে এসেছে। কেবল পাঁচটি রাজ্য এ সময় মৃত্যুদন্ড বহাল রেখেছে। সেগুলো হলো আলাবামা, জর্জিয়া, মিসৌরি, টেনেসি ও টেক্সাস। কেবল টেক্সাসই একের বেশি মৃত্যুদন্ড কার্যকর করেছে, যা কিনা আবার ১৯৮৩ সালের পর সর্বনিম্ন। সব মিলিয়ে রাজ্যগুলোর দ্বারা কার্যকর হওয়া মৃত্যুদন্ডের সংখ্যা সাত। বিপরীতে ফেডারেল সরকার এককভাবেই ১০টি মৃত্যুদন্ড কার্যকর করেছে। ট্রাম্প প্রশাসনের এ কান্ডকে বিদঘুটে বলে মন্তব্য করেছেন অনেকে। ডিপিআইসির নির্বাহী পরিচালক এবং প্রতিবেদনকারী রবার্ট ডানহাম বলেন, প্রশাসনের এমন নীতি কেবল আগের প্রেসিডেন্টদের তৈরি করা ঐতিহাসিক দৃষ্টান্তের বাইরে যাওয়াই কেবল নয়, এটি আজকের দিনের রাজ্যগুলোর যে অনুশীলন তার থেকেও অনেক দ‚রে সরে গেছে। পাশাপাশি করোনাভাইরাসকে গুরুত্ব না দেয়ার ট্রাম্পের নীতির প্রতিচ্ছবি এটি। যেখানে ফেডারেল সরকার মৃত্যুদন্ড কার্যকরের জন্য পরিচিত রাজ্যগুলোকেও হার মানিয়েছে। ৩ নভেম্বর নির্বাচনে হারার পর থেকে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুদন্ড কার্যকর করেছে ফেডারেল সরকার। তবে এর মাঝে মৃত্যুদন্ড কার্যকরের ক্ষেত্রে বর্ণবাদী আচরণের অভিযোগও উঠেছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। ডিপিআইসির পর্যালোচনা বলছে, জাতি ও বর্ণ বৈষম্য মৃত্যুদন্ড কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প-প্রশাসন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ