মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় বিশ্বে পরমাণু নিরাপত্তার ঝুঁকি বেড়েছে এবং বিশ্ব অনেক বেশি বিপজ্জনক স্থানে পরিণত হয়েছে বলে মনে করেন আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি । গ্রোসি আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি ক্ষমতা গ্রহণের পর ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনা শুরুর জন্য আহ্বান জানান। -পার্সটুডে, সিবিএস নিউজ
মারিয়ানো বলেন, ইরান নিজের মতো তার পরমাণু কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে। আপনারা সবাই জানেন, পরমাণু সমঝোতা বিচ্ছিন্নভাবে কার্যকর হবে না। এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য ও জার্মানির সঙ্গে একটি কাঠামোর আওতায় সই হয়েছিল। আপনাদের মনে আছে যে, ২০১৮ সালে আমেরিকা সেই সমঝোতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। জবাবে ইরানও ধীরে ধীরে পরমাণু সমঝোতার সঙ্গে সহযোগিতা কমিয়ে দিয়েছে। বাইডেনের প্রতি রাফায়েল মারিয়োনোর বার্তা কী-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি মনে করি তিনি কী করতে চান তার ইঙ্গিত তিনি দিয়েছেন। তবে এরই মধ্যে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে নতুন করে আলোচনা শুরু করতে গেলে নতুন পরিস্থিতির আলোকেই তা করতে হবে বলে তিনি মনে করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।