Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সিলেটে করোনায় এক মহিলার মৃত্যু, আক্রান্ত আরো ২৭ জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২০, ৩:৩০ পিএম

করোনাক্রান্তে সিলেটে মারা গেছেন এক মহিলা (৪৯)। শহরতলির শাহপরাণ এলাকায় তার বাড়ি। গতকাল বুধবার (১৬ ডিসেম্বর) শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। এই মহিলাকে নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ২৫৬। এর মধ্যে সিলেট ১৯৩, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন। এদিকে, বিভাগে গতকাল করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ২৭ জন। এর মধ্যে সিলেট ১৮, সুনামগঞ্জে ৭ ও মৌলভীবাজারে ২ জন। আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫১৬৯ জন। এ মধ্যে সিলেট ৮৮৭৫, সুনামগঞ্জে ২৫০২, হবিগঞ্জে ১৯৩৬ ও মৌলভীবাজার ১৮৫৬ জন। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে আরো ৪৯ জন হয়ে উঠেছেন সুস্থ। সকলেই সিলেটের। এই ৪৯ জনকে নিয়ে আজ সকাল ৮টা পর্যন্ত বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১৩৯৯৩ জন। এর মধ্যে সিলেটে ৮২৪৯, সুনামগঞ্জে ২৪৪০, হবিগঞ্জে ১৫৮১ ও মৌলভীবাজারে ১৭২৩ জন। আজ সকাল পর্যন্ত ৩১ জন করোনা রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে সিলেট ২৯ ও ২ জন হবিগঞ্জে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ