Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রাজশাহী বিভাগে একদিনে করোনায় মৃত্যু,৩ আক্রান্ত ৫৪ জন

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২০, ১:০২ পিএম

রাজশাহী বিভাগে নতুন করে ৫৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আর বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে মৃত্যু হয়েছে তিনজনের। এর মধ্যে বিভাগের জয়পুরহাটে একজন ও বগুড়ায় দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগের আট জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে ৩৫৫ জনের মৃত্যু হলো।
বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ২১৭ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে। এর বাইরে চাঁপাইনবাববগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৪ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে নয়জন, সিরাজগঞ্জে ১৬ জন এবং পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে। বিভাগে সুস্থ হয়েছেন ৪১ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৮২৬ জন। এদের মধ্যে ২১ হাজার ৫৩৮ জন সুস্থ হয়েছেন। বিভাগজুড়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৭৮৬ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ